শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা “শিক্ষার স্বর্ণ দুয়ারে আবারও কালিমা লেপন” সিদ্দিক মেমোরিয়াল স্কুল-কলেজ এখন শিক্ষার্থীদের মরণফাঁদ ৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস: ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণে জাতীয় যুব পরিষদের সভাপতি নিক্সনের বিবৃতি সুস্থ মানুষকে ‘মাদকাসক্ত’ বানিয়ে নির্যাতন: বীকন রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কাজিপুরে ইউপি সচিব আবু সাঈদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও মিথ্যা মামলার অভিযোগ মওদুদ দায়ের করা মামলা প্রত্যাহার করতে সাইবার অপরাধীসহ ও বিভিন্ন মহলের মিথ্যা পরিচয় দিয়ে নাশকতার চেস্টায়, থানায় জিডি দায়ের পলিথিন ও শব্দ দূষণ রোধে সারা দেশে জোরালো অভিযান বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিকের উপর হামলা চাঁদার টাকায় পড়ালেখা, এখন বিলাসিতায় অভ্যস্ত!— হতবাক এলাকাবাসী

সুস্থ মানুষকে ‘মাদকাসক্ত’ বানিয়ে নির্যাতন: বীকন রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Mehraz Rabbi

পরিবারের ষড়যন্ত্র, সম্পত্তি দখল ও রহস্যজনক মৃত্যুর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
মানবাধিকার জোট বলছে.. নাজরাতান নাঈম রাতুল এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর গুলশানে অবস্থিত মাদক নিরাময় কেন্দ্র ‘বীকন পয়েন্ট’-এ জোর করে আটকে রাখা হয়েছে একজন সুস্থ মানুষকে এমন অভিযোগ তুলেছে মানবাধিকার সম্মিলিত জোট।

আটক ব্যক্তির নাম নাজরাতান নাঈম আহমেদ (রাতুল) যিনি একজন প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন কোম্পানির পরিচালক, মানবাধিকারকর্মী ও সমাজসেবক।

আজ রোববার বিকেল ৪টায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়। জোটের মুখপাত্র মো. মঞ্জুর হোসেন ঈসা জানান, রাতুলকে গত ৩১ জুলাই তার পরিবারের সদস্যরা জোর করে তুলে নিয়ে ‘বীকন পয়েন্ট’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে আটকে রেখেছে। সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে।

সম্পত্তির লোভে সুস্থ মানুষকে পাগল বানানোর চেষ্টা’

সংবাদ সম্মেলনে বলা হয়, রাতুল সম্প্রতি মানবাধিকারকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তার পরিবার তাকে মানসিকভাবে অস্থির ও মাদকাসক্ত সাজিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। এর মাত্র এক সপ্তাহের মাথায় তিনি গুম হন এবং পরবর্তীতে জানা যায়, তাকে একটি নিরাময় কেন্দ্রে আটকে রাখা হয়েছে।

স্ত্রীর রহস্যজনক মৃত্যু ও নতুন তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, ২০২১ সালে রাতুলের স্ত্রী গুলশানের শান্তা টাওয়ারের ৯ম তলা থেকে পড়ে মারা যান। মৃত্যুর সময় তাদের নবজাতকসহ তিনটি সন্তান ছিল। ঘটনাটি সন্দেহজনক হলেও তাৎক্ষণিক কোনো তদন্ত না করে দাফন সম্পন্ন করা হয়। মানবাধিকার জোট দাবি করেছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত পুনরায় শুরু করা হোক।

চক্রান্তের বিরুদ্ধে রাষ্ট্রীয় হস্তক্ষেপ দাবি

সংগঠনের পক্ষ থেকে নিচের দাবি তুলে ধরা হয়:

রাতুলকে অবিলম্বে বীকন পয়েন্ট থেকে মুক্ত করে তার নিরাপত্তা নিশ্চিত করা

নিরাময় কেন্দ্রটির অবৈধ কার্যক্রম ও আর্থিক লেনদেন তদন্ত

স্ত্রীর মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চালু

পরিবারের লোভী সদস্যদের চক্রান্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন…

অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী, চেয়ারম্যান, মানবাধিকার সম্মিলিত জোট

এডভোকেট ইব্রাহিম খলিল মজুমদার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

অলিদ তালুকদার,  সভাপতি, ফ্যাসিবাদী প্রতিরোধ আন্দোলন

আমজাদ হোসেন খান, মানবাধিকার কর্মী

জানা যায়, ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ পাঠানো হয়েছে।

Leave a Reply