শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, পুরোনো কমিটির বিলুপ্ত ঘোষণা

 

দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পোল্যান্ড শাখার ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের কৃতি সন্তান, পোল্যান্ড এর বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাওসারকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এর আগে গত ৯ জুন রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে শরীফ আব্দুল্লাহকে (ঢাকা) আহ্বায়ক, মোহাম্মদ আলমগীর হোসাইনকে (কুমিল্লা) সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও কামরুল হাসান বিপ্লবকে (নেত্রকোনা) সদস্য সচিব করা হয়েছে।

নতুন কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন বকতিয়ার উদ্দিন (খুলনা), সারোয়ার হোসেন (টাঙ্গাইল), আব্দুল্লাহ আল নোমান (নোয়াখালী), রবিউল আলম আরশ (নারায়ণগঞ্জ), নুর হোসাইন (নোয়াখালী), সারোয়ার আহমেদ (ঢাকা), এম এ কাওসার (কুমিল্লা) ও ইস্পার রাশিদ মন্ময় (ঢাকা)।

এছাড়া যুগ্ম-সদস্য সচিব হয়েছেন আল আমিন (ময়মনসিংহ) ও তানভীর আহমেদ খান তন্ময় (কুষ্টিয়া)।

এদিকে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মুশফিকুর রহমান (ফরিদপুর), শেখ মাজহারুল ইসলাম (ময়মনসিংহ), আল আমিন সরকার (নেত্রকোনা), জাকিরুল ইসলাম (কুমিল্লা), ঈদুল আযম আখঞ্জি অভি (সিলেট), জুবায়ের আব্দুল বারী (বরিশাল), আমিনুল ইসলাম (কুমিল্লা), শাহিন আলম (নোয়াখালী), সাব্বির মোজাম্মেল হোসেন (ফরিদপুর), আরিফুল ইসলাম (চট্টগ্রাম), সিদ্দিক আহমেদ কামাল (কিশোরগঞ্জ), ফজলুল হক (নোয়াখালী), আরিফুর রহমান (নোয়াখালী), ইকবাল হোসাইন (নোয়াখালী), রিফাদুল ইসলাম ইমন (ময়মনসিংহ), ইয়াকুব নবী মামুন (কুমিল্লা), হাবিবুর রহমান মৃধা (ময়মনসিংহ), লোকমান আহমেদ (সিলেট), রাকিব হাসান (যশোর) ও জিয়াউর রহমান (বগুড়া)।

এর আগে পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পরে নতুন এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

আরও পড়ুন