নিজেস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভোয়া) দ্বি-বার্ষিকী নির্বাচনকে সামনে রেখে এসপি মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদের দোয়া মাহফিল ও ঈদ পূণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিম চর এলাকায় জাহিদুল ইসলাম জাহিদের বাস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী সাবেক এ এসপি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং আমিনুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সাংগঠনিক সম্পাদক জিএম সারোয়ার, জাহাজ ব্যবসায়ী সাবেক এ মো. কামাল হোসেন, মো. সোহাগ, মো. আলী হোসেন আলী, মোহাম্মদ আলী, নাজমুল হোসেন হামদু, মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, কাজী আব্দুল করিম, একেএম সামসুজ্জামান রাসেল, আওলাদ মোড়ল, মুকসেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অধ্যাপক এম এ হান্নান, মহসীন হাওলাদার, ইয়াকুব আলী আকন্দ।
এসময় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, আমরা বিগত দিনে জাহাজ মালিকদের জন্য কাজ করেছি। আমরা সব সময় শ্রমিকের ন্যয্য অধিকার প্রতিষ্ঠা করতে সব সময় কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, আমরা গত নির্বাচনে কথা দিয়ে ছিলাম আমরা যদি বিজয়ী হই বিসিভিওএর কোন দুর্নীতি থাকবে না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা এই প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করেছি। আমরা যদি আবারও আমাদের পূর্ণ প্যানেল নির্বাচিত হই কথা দিচ্ছি নির্বাচনের এক সপ্তাহের মধ্যে জাহাজের সকল সমস্যা সমাধান সহ সকল জাহাজ সিরিয়ালে নিয়ে আসবো ইনশা আল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন মনির হোনে, আবু ইউসুফ মজুমদার, মতিন তালুকদার, আব্দুল বাতেন রনি, মো. সালাউদ্দিন, জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
