আতিকুল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি:- মঙ্গলবার ৭ই অক্টোবর ২০২৫; রাজধানীর তেজগাঁও কলেজের সামনের ফুটপাত দখল করে বিভিন্ন দোকান, অস্থায়ী স্টল ও অবৈধ পার্কিংয়ে। ফলে কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা প্রতিদিনই পড়ছেন চরম ভোগান্তিতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজ গেটের সামনের ফুটপাতজুড়ে বসেছে চা-সিগারেটের দোকান, ফলের স্টল ও নানা রকমের খাবারের ঠেলাগাড়ি। কোথাও আবার মোটরসাইকেল ও রিকশা পার্কিং করে রাখা হয় দিনের পর দিন। এর ফলে শিক্ষার্থীরা বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে রাস্তায় দিয়ে হাঁটছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছে।
তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব রায়হান বলেন, প্রতিদিন কলেজে আসা-যাওয়ার সময় ক্যাম্পাসের সামনের রাস্তা ব্যবহার করতে হয় কিন্তু কিছু দুষ্টু চক্র ক্যাম্পাসের সামনের অংশসহ আশেপাশের অংশ দখল করে অবৈধ দোকান গড়ে ওঠেছে।যার কারনে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে। অনেক সময় দূর্ঘটনা ঘটার সম্ভবনা থাকে।
এ বিষয়ে স্থানীয় দোকানদারদের কেউ কেউ জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন এবং কর্তৃপক্ষ কিছু বলে না।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান চালাই। তবে কিছু সময় পর আবারও দখল হয়ে যায়। স্থায়ী সমাধানের জন্য সিটি করপোরেশনকেও উদ্যোগ নিতে হবে।
পথচারী ও শিক্ষার্থীরা দ্রুত ফুটপাত দখলমুক্ত করে চলাচলের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



