শিরোনাম
‘গণতান্ত্রিক সংস্কার জোট’র মুখপাত্র নাহিদ ইসলাম বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক: মেডিকেল বোর্ড ‘পৃথিবীর একমাত্র সীমান্ত বাংলাদেশ-ভারত, যেখানে মানুষকে গুলি করে মারা হয়’ শওকত মাহমুদ আটক ডিজি’র সঙ্গে বাগবিতণ্ডার জবাবে আমাকে সাসপেন্ড করেন নো প্রব্লেম -ডা.ধনদেব বর্মন কেরাণীগঞ্জে সাংবাদিক ফয়সাল এর ওপর মাদক ব্যবসায়ীর হামলা: বিএমইউজে নিন্দা প্রতিবাদ সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গঠন করেছে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি প্রণোদনার নামে দূর্ণীতি ও লুটপাটের কারণে ঠাকুরগাঁওয়ে গম আবাদ ছাড়ছেন চাষিরা মাদক ও অপরাধমুক্ত ঠাকুরগাঁও গড়ে তুলতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা চাইলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী”কে হত্যা

চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

Chif Editor

নিজস্ব প্রতিবেদক:- চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর (বুধবার) প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ওই দিনই একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে।

এর আগে, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়। পরে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে।

এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং *m৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply