ময়মনসিংহের বিতর্কিত ঘুষ দুর্নীতির অভিযোগে সংবাদ টিভি সহ জাতীয় দৈনিক ও একাধিক অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার পর সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্বাস্থ্য সেবা বিভাগ তাকে ওএসডি (Officer on Special Duty) করেছে। রবিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো: সাইফুল ইসলামকে তার বর্তমান কর্মস্থল ময়মনসিংহ সিভিল সার্জন অফিস থেকে অব্যাহতি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, ডা. মোহাম্মদ হাইদার ইলিয়াস খান (আইডি নং ১১০৩৪৩), বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত, তাকে নতুন সিভিল সার্জন হিসেবে ময়মনসিংহে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ডা. মো: সাইফুল ইসলামকে আগামী ২১ অক্টোবরের মধ্যে বিদায় গ্রহণ করতে হবে এবং নতুন পদায়নপ্রাপ্ত ডা. হাইদার ইলিয়াস খান ২২ অক্টোবরের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শম্পা শর্মিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হলো।”
সূত্রে জানা গেছে, প্রশাসনিক কারণে ময়মনসিংহের সিভিল সার্জন অফিসে এই পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহের ওএসডি হওয়া সিভিল সার্জন ডা. মো: সাইফুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়োগ ও কমিশন বাণিজ্যের অভিযোগ ছিলো।