আতিকুল ইসলাম,ক্যাম্পাস প্রতিনিধি :- ঢাকা,২৩শে অক্টোবর ২০২৫, গত ২০শে অক্টোবর এনইউএসডিএফ বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্ট জানা যায়,তেজগাঁও কলেজের দুই শিক্ষার্থী এনইউএসডিএফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছে।
এনইউএসডিএফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়া শিক্ষার্থী হলো সোহেল রানা সৌরভ(সেক্রেটারি অফ কমিউনিকেশন) এবং মোঃ মাফুজ আহম্মেদ(সেক্রেটারি অফ ইভেন্ট)। দুজনেই তেজগাঁও কলেজের বায়োকেমিস্ট এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী।
এনইউএসডিএফ বাংলাদেশ এমন একটি প্লাটফর্ম যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে।এছাড়াও শিক্ষার্থীদের জন্য তারা স্কিল ডেভেলপমেন্ট সামিট,আইটি সামিট এবং জব ফেয়ার সহ তারা শিক্ষার্থী বান্ধব কর্মসূচী যুক্ত আছে।
এনইউএসডিএফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা বলেন,এত বড় একটি প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সত্যিই গর্বের। এই কমিটির সদস্য হিসেবে আমি তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখতে চাই।