শিরোনাম
একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে: রংপুরে শিবির সভাপতি কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধে বিক্ষোভ পঞ্চগড়ে মসজিদে ইস্কন নিয়ে বক্তব্য দেওয়ায় খতিবকে আ.লীগ নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন রংপুর মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি দীপশিখার হিয়ারিং স্ক্রিনিং ক্যাম্পে শ্রবন প্রতিবন্ধী শিশুদের ফিরছে শ্রবন ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত রংপুর জেলা গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহে অবৈধ গ্যাস সংযোগে চুনের কারখানা পরিচালনা করায় আটক -১৫ টিকাদান শতভাগ সফলতার জন্য সাংবাদিকদের প্রচার খুবই গুরুত্বপূর্ণ -ড.মোহাম্মদ আলতাফ-উল-আলম রাণীশংকৈলে শ্মশান দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবিতে মানববন্ধন

সাংবাদিকতায় সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে প্রশিক্ষণ কর্মশালায়-শিবলী সাদিক খান

Juyel Khandokar

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালা শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন, প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএমইউজে জেলা সভাপতি দৈনিক কালের সংবাদ সম্পাদক খায়রুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সাংবাদিক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা করতে হলে সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করার আহবান জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রতিবেদন করে পাঠকের হৃদয়ে বিকশিত প্রতিভা ছড়িয়ে দিতে হবে, অনুসন্ধানী সাংবাদিকতার কর্মকৌশল সম্পর্কিত বিশ্লেষণ করে পেশার সম্মান মর্যাদা রক্ষায় সর্বদা সজাগ সচেতন থাকার উপর গুরুত্বআরোপ করেন।

এসময় কর্মশালায় সাংবাদিকতা নিয়ে বিশ্লেষণ মূলক
শিক্ষণীয় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অতিথি শিক্ষক ও কলাম লেখক মো. আল আমিন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ মো: সাব্বির আহমেদ, সাপ্তাহিক শুরূক এর সম্পাদক ও কিশোরগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হাকীম মুহাম্মদ ফজলুর রহমান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, কলামিস্ট ও সাহিত্যক সাদেক আহমেদ , বিএমইউজে’র কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি খায়রুল ইসলাম ভূইয়া, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবূবুল আলম নজরুল, সহ সভাপতি আল আজহার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জুলাই গণঅভ‍্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএমইজে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাউজ্জামান জুয়েল।

অনূষ্ঠান দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা পযর্ন্ত ২৫ জন নতুন সাংবাদিককে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা দিনব‍্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

দ্বিতীয় পর্বে অভিষেক পরিচিতি অনুষ্ঠানের
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আঃ লতিফ। আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক নতুন সময় মাইন উদ্দিন উজ্জ্বল, দৈনিক মুক্ত খরব তসলিম সরকার, দৈনিক বাংলা ৭১ নিহার রঞ্জন কুন্দ্রা, দৈনিক লাল সবুজের দেশ তারেকুল ইসলাম লিটন, দৈনিক কালের প্রতিচ্ছবি সেলিম সাজ্জাদ প্রমুখ।

অসুস্থতা জনিত করণে অনুষ্ঠানের শেষার্ধে বিএমইউজে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ উপস্থিত হলে সভার সভাপতির দায়িত্ব গ্রহণ করে এবং তিনি সাংবাদিকদের সততার সাথে কাজ করার আহবান জানান,অতিথিদের নিয়ে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র প্রদান করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কার পান হোসেনপুর কমিটির সভাপতি এসকে শাহিন নবাব।

Leave a Reply