নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। মেট্রোরেলের কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) হঠাৎ ছিটকে নিচে পড়ে এক পথচারীর মাথায় আঘাত হানে, ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়।
দু/র্ঘ/টনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস এবং মেট্রোরেল কর্তৃপক্ষ পৌঁছে তদন্ত শুরু করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে হঠাৎ ‘ধাতব শব্দ’ শুনে সবাই চমকে যায়। মুহূর্তের মধ্যে দেখা যায় একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েছেন।
রাজধানীর এই দুর্ঘটনা প্রশ্ন তুলেছে মেট্রোরেল অবকাঠামোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে


