অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের প্রায় ৭০ বছরের পুরনো হাতিয়া সার্বজনীন শ্মশানের জমি দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বারঘড়িয়া, দক্ষিণ নায়ানপুর, সুন্দরপুর ও উত্তরগাঁও এলাকার হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৭০ বছর ধরে হাতিয়া সার্বজনীন শ্মশানটি স্থানীয় হিন্দু সম্প্রদায় মৃতদেহ সৎকারে ব্যবহার করে আসছেন।
কিন্তু সম্প্রতি রাতের অন্ধকারে কিছু দখলবাজ শ্মশানের রাস্তা সংলগ্ন জমিতে অবৈধভাবে খুঁটি ও পিলার বসিয়ে দোকান নির্মাণের চেষ্টা করছে। এটি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং শ্মশানের জায়গা দখলের সুস্পষ্ট অপচেষ্টা। বক্তারা আরও বলেন, শ্মশানের জমি সংকুচিত করে যদি এভাবে দখল করে দোকান নির্মাণ করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। তারা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ২৪ ঘণ্টার মধ্যে শ্মশানের জায়গা দখলমুক্ত করার আল্টিমেটাম দেন।
এ সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার। পরে বিক্ষোভকারীরা শ্মশানের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানা ও আর্মি ক্যাম্পে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন।


