শিরোনাম
রংপুরে তিন সাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন এক হাদির রক্তের ওপর লাখো হাদি দাঁড়িয়ে যাবে: হেফাজতে ইসলাম সবাই হাদি হতে পারে না, আমি চেষ্টা করেও পারিনি: মাহমুদুর রহমান রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ হাদিকে গুলি: ফেনী সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার আমার নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব দানে ইউ এন ( UN) ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ জন বাংলাদেশি সেনা নিহত, জানায় আই এস পি আর শহর থেকে গ্রামের বাড়ি গেলেন বেড়াতে, রাতে গলা কেটে হত্যা

বুড়িচংয়ে নির্যাতনে কলেজ ছাত্র হত্যায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

Chif Editor

মোহাম্মদ ইকবাল হোসেন (বুড়িচং) কুমিল্লা প্রতিনিধি :-  কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র উপজেলার  বাহেরচর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে  তুহিন হত্যায় অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্যদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকট স্মারক লিপি প্রদান করেছে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা।

২৮শে অক্টোবর মঙ্গলবার দুপুরে কুমিল্লা বুড়িচং উপজেলা সদরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি দেয়া কালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন,  দ্রুতই এ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য সার্বক্ষণিক বুড়িচং থানার কর্মকর্তার সাথে যোগাযোগ করছেন।
জানা যায়, গত ২০ অক্টোবর রাতে পূর্ব শত্রুতার জের ধরে  তুহিনকে ধরে নিয়ে যায় অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্যরা। পরে তাকে প্বার্শবর্তী গোবিন্দপুর গ্রামে একটি ভবনে  নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে তুহিনকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আশংকাজনক অবস্থায় প্রথমে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আনোয়ার খান মর্ডান হাসপাতালের আইসিও তে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সে মারা যায়। এদিকে ২০ অক্টোবর তুহিনের মা ফেরদৌসী আক্তার সাইফুল ইসলাম বাবুসহ ৪ জনকে অভিযুক্ত করে বুড়িচং থানায় অভিযোগ করা হয়। অন্যান্য অভিযুক্তরা হলো নাফিজ উদ্দিন, জহির মিয়া ও আবদুল আলিম।

Leave a Reply