শিরোনাম
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই জুয়ারি আটক ও অবৈধ ড্রেজার ধ্বংস রংপুরে ২১ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধ ও সমাবেশে না মানলে লংমার্চ টু যমুনা রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত সৎমাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে শাহিন মুন্সি গ্রেপ্তার কুমিল্লায় সাগর-রুনি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ-মানববন্ধন মাদ্রাসায় পড়তে গিয়ে পরিচালক ভণ্ড কবিরাজ আনোয়ার কর্তৃক শিশু ধর্ষণের অভিযোগ  খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বাইকের পেছনে ট্রাকের ধাক্কা: সুয়াবিলের যুবক নিহত ফটিকছড়িতে সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে বালির বদলে মাটি কমলনগরে অনৈতিক কর্মকান্ড ও মাদক সেবনে বাঁধা দেওয়ায় আপন চাচার বসত ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট! মিছিলে অংশ নেওয়ার ঘটনায় কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

সৎমাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে শাহিন মুন্সি গ্রেপ্তার

Juyel Khandokar

কুমিল্লার চান্দিনায় সৎমাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে শাহিন মুন্সি (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন মুন্সি চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির ছেলে। এর আগে গত বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে সৎমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন তিনি।

পরে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই নূরুল ইসলাম মুন্সি বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা পিবিআইয়ের পরিদর্শক বিপুল দেবনাথ জানান, ‘বৃহস্পতিবার গণমাধ্যমে ঘটনাটি প্রকাশের পর পুলিশ সুপার সারোয়ার আলম অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতা ব্যবহার করে আমরা মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’

Leave a Reply