আব্দুর রহমান, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :- ঢাকায় বসবাসরত পঞ্চগড় জেলার নাগরিকদের প্ল্যাটফর্ম পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সংসদ ভবণ সংলগ্ন খামারবাড়ি সেচ ভবন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ ড: আব্দুর রহমান। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সড়ক ও জনপদ বিভাগের সাবেক যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী। সভায় জেলার বিভিন্ন পেশার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত মেয়াদে ড: আব্দুর রহমানের দক্ষ নেতৃত্ব এবং সংগঠনের সফল কার্যক্রমের প্রতি সদস্যদের আস্থা থেকেই তার এই পুনর্নির্বাচন হয়েছে বলে সভায় উপস্থিত সদস্যরা মন্তব্য করেন।
কৃষিবিদ ড: আব্দুর রহমান তার বক্তব্যে সকল সদস্য, কার্যনির্বাহী পরিষদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আপনাদের অকুণ্ঠ সমর্থন ও আস্থা আমাকে এই দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। আগামী দিনগুলোতে পঞ্চগড় জেলার সার্বিক উন্নয়ন, ঢাকায় জেলার সদস্যদের অধিকার রক্ষা এবং আমাদের সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমি নিরলস কাজ করে যাব। এছাড়াও কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন সড়ক ও জনপদ বিভাগের সাবেক যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী, সহ-সভাপতি ইকবাল বাশার বাবু। নতুন কার্যনির্বাহী কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রকৌশলী আইনুল হক।
উল্লেখ্য, পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা দীর্ঘদিন যাবৎ রাজধানীতে জেলার সদস্যদের সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছে।



