শিরোনাম
খুনীকে গ্রেফতারের দাবীতে হত্যাকারীও করে মানববন্ধন, অংশ নেয় দাফন ও জানাযায় রংপুরে রিতি আক্তার লাবণ্য প্রতাক সিন্ডিকেটের ফাঁদে মাসুদসহ অসংখ্য যুবক, কোন ভূমিকা নেই পুলিশের! রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন ১১ ডক্টরস পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইনস্ট্রাক্টর দূর্ণীতির মহারাজা প্রকৌশলী অজয় রংপুর প্রেসক্লাব উম্মুক্তকরণ কার্যক্রমে ডিসির কোন সম্পর্ক নেই দৈনিক বায়ান্নোর আলো’র সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রেসক্লাবের ১০৫ সাংবাদিকের বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নকল প্রসাধনী ব্যবসায়ীর জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা নভেম্বর আসছে মোসাঃ আয়শা সিদ্দিকার প্রথম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘মন যে বোঝে না’

রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Juyel Khandokar

রাজশাহীতে অবিলম্বে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে গ্রাহকেরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও জমা দেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।

‘সচেতন রাজশাহীবাসী’ ব্যানারে সংঘটিত এই মানববন্ধনে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন যে, প্রিপেইড মিটার সংযোগের কারণে সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন। বক্তারা অভিযোগ করেন, ওভারলোড হলে বিদ্যুৎ সংযোগ চলে যায়, লো ব্যাটারির ফলে মিটার লক হয়ে যায়, ভুল বা পুরনো টোকেন লোড করার পরেও মিটার লক হয়ে যায় এবং অধিক ভোল্টেজের কারণে মিটার ট্রিপ করে যায়।

চার্জ করার পর পুনরায় সংযোগ পাওয়া দুর্বল হয়ে যায়। অনেক সময় বিলও অত্যাধিক আসে। তাছাড়া রিচার্জের খরচও বেড়ে গেছে এবং জটিলতাও বৃদ্ধি পেয়েছে। এম এ সবুর নামের একজন ব্যক্তি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে, বিদ্যুতের বিভিন্ন স্ল্যাব সমন্বয় করতে হবে, ডিমান্ড চার্জ বাতিল করতে হবে এবং নতুন সংযোগের ক্ষেত্রে জটিলতা কমাতে হবে। অন্যথায়, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাজশাহী নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, সমাজসেবক এ বি সিদ্দিক এবং ২ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

Leave a Reply