শিরোনাম
ঠাকুরগাঁও নাগরিক উন্নয়ন ফোরাম”র সাধারণ সম্পাদক শরিফুল করিম রুবেল কুমিল্লায় নমিনেশনের দাবিতে ভাড়াটে নারীদের বিক্ষোভে অংশগ্রহণে টাকা কম দেওয়ার অভিযোগ মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ রাণীশংকৈলে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ের ঢোলারহাটে পারিবারিক দ্বন্দ্বে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের আত্মহত্যা – ঘটনার নেপথ্যে বাইক খুনীকে গ্রেফতারের দাবীতে হত্যাকারীও করে মানববন্ধন, অংশ নেয় দাফন ও জানাযায় রংপুরে রিতি আক্তার লাবণ্য প্রতাক সিন্ডিকেটের ফাঁদে মাসুদসহ অসংখ্য যুবক, কোন ভূমিকা নেই পুলিশের! রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন ১১ ডক্টরস

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Juyel Khandokar

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি :- মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদনের লক্ষ্যে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন হলরুমে গতকাল রোজ মঙ্গলবার (৪ নভেম্বর) এ মতবিনিময় সভার আয়োজন করা হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার ড. মো: নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডি এম আতিকুর রহমান, যুগ্মসচিব, নির্বাচন কমিশন সচিবালয়।

মালদ্বীপের রাজধানী মালেতে হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এ সভায় মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন পেশার ও বিভিন্ন অঞ্চলের প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। শুরুতেই সূচনা বক্তব্য প্রদান করেন জনাব ডি এম আতিকুর রহমান।

সভায় বাংলাদেশ নির্বাচন কমিশন হতে আগত টেকনিক্যাল টিমের প্রধান উইং কমান্ডার সাদ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়ার বিস্তারিত ধাপসমূহ, প্রয়োজনীয় কাগজপত্র এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি উপস্থাপন করেন। মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসীরা তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে নানামুখী প্রশ্ন উত্থাপন করেন। এসময় তিনি উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন বিষয়ে উত্থাপিত প্রশ্নের সন্তোষজনক উত্তর প্রদান করেন।

সভায় বক্তারা উল্লেখ করেন জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের নাগরিকের একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ দলিল, যা নাগরিক সনাক্তকরণ থেকে শুরু করে ভোটার হওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য। তাই মালদ্বীপে অবস্থানরত যে সকল প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নাই তাদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়।অত:পর কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার প্রবাসী বাংলাদেশীদেরকে নাগরিক হয়ে গড়ে ওঠার জন্য গুরুত্বারোপ করেন। নাগরিক অধিকার ও পরিচয়ের প্রথম ধাপ জাতীয় পরিচয়পত্র। তিনি আশা করেন এই কার্যক্রমের ফলে মালদ্বীপের প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হবেন। বিশেষত আগত জাতীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিকরণেও এই নিবন্ধন কার্যক্রম সহায়ক হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন হতে আগত কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং উপস্থিত সকলকে এই বিষয়টি প্রচারের জন্য অনুরোধ করেন। সভায় মালদ্বীপ বি এন পির, প্রবাসী অধিকার পরিষদ ও বাংলাদেশ ফোরাম মালদ্বীপের নেতৃবৃন্দ সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ ও হাইকমিশনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply