সিনিয়র রিপোর্টার বিশাল রহমান :- ঠাকুরগাঁও -১ নির্বাচন এলাকায় নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করেছে। হিমালয় কণ্যা শীত প্রধান ঠাকুরগাঁওয়ের মাঠে ময়দানে শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচী। উঠান বৈঠক, মত বিনিময় সভা, বর্ধিত সভার মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। জাতীয় সংসদের ভিভিআইপি আসন হিসেবে চিহ্নিত ঠাকুরগাঁও -১ এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন।
গত তিনদিন আগে জামাতের প্রার্থী দেলোয়ার হোসেনের একটি সভায় জামাতের এক নেতা বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে বলেন, আপনারা স্থানীয় মাস্তান আর দেলোয়ার ঢাকার মাস্তান। কাজেই আমাদের সাথে লাগতে আসবেন না।এ বক্তব্যের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রচারের পর স্থানীয় নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।বিএনপির নেতাকর্মীরা তাদের ভ্যারিফাইড পেজে নানাভাবে ট্রল করা অব্যাহত রেখেছেন।এদিকে বিএনপির এক সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ এ বিষয়ে বলেন, কোন মাস্তানের স্থান ঠাকুরগাঁওয়ে হবে না।
এদিকে এ বিষয়ে জেলা জামাতের এক শীর্ষ নেতা বলেন, আসলে ঢাকার মাস্তান প্রসঙ্গটি কথার কথা। এটিকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তবে তিনি বলেন বক্তব্য দেওয়ার সময় সকলকে সচেতন থাকা উচিৎ। এদিকে নির্বাচনী মাঠের ঢাকার মাস্তান প্রসঙ্গটি নিয়ে নেটিজেনদের মাঝে ট্রল করার প্রতিযোগিতা শুরু হওয়ায় ঠাকুরগাঁওয়ের ভোটের ঢোল বেজে উঠেছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।


