শিরোনাম
বরিশালে পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে ভোটের মাঠে মির্জা ফখরুলের স্ত্রী নির্ভীক, পরিষ্কার ও সোজাসাপ্টা,এলবার্ট রিপন বল্লভ এবার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। ভোট হলে জামাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল দেশের গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নির্ভীক, পরিষ্কার ও সোজাসাপ্টা,এলবার্ট রিপন বল্লভ এবার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব।

Mehraz Rabbi

জাতীয় নেতৃত্বে বরিশালের সন্তানের উজ্জ্বল পদচারণা

 

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের ২য় জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন বরিশালের পরিচিত মানবাধিকারকর্মী ও আন্তঃধর্মীয় সম্প্রীতির দূত এলবার্ট রিপন বল্লভ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) রাজধানীর ৪ নিউ ইস্কাটন রোডে অনুষ্ঠিত উক্ত কাউন্সিলে ৯১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এ কাউন্সিলে সভাপতিত্ব করেন ফোরামের প্রেসিডেন্ট এডভোকেট জন গোমেজ এবং কার্যক্রম পরিচালনা করেন মহাসচিব আনিল লিও কস্তা।

দায়িত্ব পাওয়ার পর তাঁর প্রথম প্রতিক্রিয়ায় এলবার্ট রিপন বল্লভ জানান..এ দায়িত্ব শুধু পদ নয়, দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের স্বার্থরক্ষা, মানবমর্যাদা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমার শপথ। আমি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, যেখানে মানুষের পরিচয় হবে প্রথমে মানুষ।

 

কেন এলবার্ট আলাদা…

অনেকেই পদ পান, দায়িত্ব পান, কিন্তু সবাই বোধ এবং কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে পারেন না। এলবার্ট রিপন বল্লভ সেই বিরল নেতৃত্বদের একজন, যিনি কথার চেয়ে কাজকে প্রাধান্য দেন।

সম্প্রদায়ের স্বার্থে নিরবচ্ছিন্ন মাঠে উপস্থিতি
নিপীড়িত মানুষের পাশে নীরবে দাঁড়ানোর সাহস,ধর্মকে বিভাজনের নয়, সংহতির শক্তি হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি,দেশের বহুধর্মী সংস্কৃতিকে সম্মানের সাথে ধারণ করার মানসিকতা,এই প্রতিটি বৈশিষ্ট্য তাঁকে অন্য নেতৃত্বের ভিড় থেকে আলাদা করে।

বরিশালের গৌরব…

এলবার্ট রিপন বল্লভ বর্তমানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।ধর্মীয় সংখ্যালঘু, সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার সংগ্রামে তিনি বরিশালের অন্যতম বিশ্বাসযোগ্য নাম।

তার অর্জনে আজ বরিশালের সামাজিক, ধর্মীয় ও মানবাধিকার অঙ্গনে আনন্দ, গর্ব এবং নতুন প্রেরণার জোয়ার।

Leave a Reply