সূচনা মেমোরিয়াল ট্রাস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু

S M Rashed Hassan

আজিজুল ইসলাম যুবরাজঃ

মানবিক সেবা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও শিক্ষা উন্নয়নের লক্ষ্য নিয়ে সূচনা মেমোরিয়াল ট্রাস্ট আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের লক্ষ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমাজসেবায় অবদান রাখার অঙ্গীকার তুলে ধরা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক মানবকণ্ঠের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ ভূঁইয়ার পক্ষে প্রয়াত সূচনা আক্তার রোকেয়ার একমাত্র ছেলে মুস্তাকিম মুহাম্মাদ নির্ভীক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি হাসপাতালের কনসালট্যান্ট প্যাথলজিস্ট ও আনোয়ার খান মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের বিশেষজ্ঞ প্রফেসর ডা. এ.এইচ.এম. ওমর ফারুক (এমবিবিএস, এমফিল- প্যাথলজি)।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং দৈনিক মানবকণ্ঠের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন সেলের রিপোর্টার আল বারু মুস্তাকিম নিবিড় জানান, তাঁর প্রয়াত স্ত্রী সূচনা আক্তার রোকেয়ার স্মৃতিকে ধারণ করে এই ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, নারীর সুস্বাস্থ্য, টিবি চিকিৎসা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নই হবে সূচনা মেমোরিয়াল ট্রাস্টের প্রধান লক্ষ্য।

ট্রাস্টের ঘোষিত প্রধান কার্যক্রম

১. স্বাস্থ্যসেবা

সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

টিবি, ডায়াবেটিস, ক্যান্সার, মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা কার্যক্রম

রক্তদান কর্মসূচি

চক্ষু ও ডেন্টাল ক্যাম্প

২. সামাজিক উন্নয়ন

বন্যা, খরা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম

পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ উদ্যোগ

মাদক, কুসংস্কার ও কালোজাদু বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন

৩. মানবিক ও ধর্মীয় কার্যক্রম

ইফতার সামগ্রী ও কুরবানির মাংস বিতরণ

মসজিদ, মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠানে সহায়তা

সামাজিক নৈতিকতা, মানবতা ও পরিবারমূল্য প্রচার

আজ শুক্রবার (১৪ নভেম্বর) প্রয়াত সূচনা আক্তার রোকেয়ার জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সূচনা মেমোরিয়াল ট্রাস্ট প্রথমবারের মতো তাদের সমাজসেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্যার সলিমুল্লাহ এতিমখানার সকল এতিম শিশু বাচ্চাদের চিকিৎসা সেবার দায়িত্ব নেন সূচনা মেমোরিয়াল ট্রাস্ট। এতে এতিমখানা কর্তৃপক্ষ সূচনা মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোস্তাকিম নিবিড়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উদ্বোধনী দিনে ট্রাস্টের পক্ষ থেকে এতিমখানার সকল শিশুদের কাছে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
অতিথিরা অনুষ্ঠানে বলেন, সূচনা মেমোরিয়াল ট্রাস্ট ভবিষ্যতে দরিদ্র মানুষের চিকিৎসা, নারীস্বাস্থ্য উন্নয়ন এবং শিশুস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে টিবি চিকিৎসায় এটি নতুন দিগন্ত সৃষ্টি করতে পারে।

অতিথিদের শুভেচ্ছা বার্তা- উদ্বোধন উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে মুস্তাকিম মুহাম্মাদ নির্ভীক, আল বারু মোকতাদির আবীর, যুবরাজ, শফিকুর রহমান পাভেল, খন্দকার জুয়েল, আহানাফ নিবিড়, আলিফ এবং নিলয় মৃধা—সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

সামাজিক পরিবর্তনের প্রত্যাশা- সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সূচনা মেমোরিয়াল ট্রাস্ট একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতে—

কমিউনিটি হেলথ সার্ভিস, নারী ও কিশোরীর স্বাস্থ্যশিক্ষা, টিবি রোগীদের সহায়তা এবং দীর্ঘমেয়াদি দাতব্য চিকিৎসা কার্যক্রম ক্রমাগত চালিয়ে যাবে।

এমন একটি মানবিক উদ্যোগ দেশের সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা সবার দ্বারে পৌঁছে দিতে নতুন সম্ভাবনার দ্বার।

Leave a Reply