গত ১১ নভেম্বর সদর দক্ষিণ থানা এলাকায় অগ্নিসংযোগ করে নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম করার অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার আবু সাঈদের ছেলে মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক তাহসিফ রেজা আকাশ (২২), লালমাই উপজেলার ভুলইন ইউনিয়নের বেতাগাও ০৪ নং ওয়ার্ডের বেতাগাও এলাকার সাজেদুল হক ভুঁইয়ার ছেলে লালমাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইফতেখার আলম ভূইয়া প্রকাশ অমিত (২৫) এবং কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার ফজলুল হকের ছেলে যুবলীগের সদস্য আজহারুল ইসলাম (৪০)।


