শিরোনাম
রংপুরের উন্নয়ন ও ভাবনা শীর্ষক আলোচনা “তারুণ্যের চোখে রংপুর” রংপুরে বিএনপি প্রার্থী সামুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ময়মনসিংহে যাত্রা নৃত্যশিল্পী পরিচয়ে রুপার রঙ্গলীলা হয়রানিতে অতিষ্ঠ অর্ধশত পরিবার মালদ্বীপে ১ কোটি ৩০ লক্ষ সিগারেট চুরি : বাংলাদেশি মো. আল আমিন গ্রেপ্তার কুমিল্লায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার রাণীশংকৈলে এমকেপির আয়োজনে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত  গাজীপুর-৬ আসন-একাধিক মামলার আসামি ও ওয়ারেন্ট ভুক্ত আসামির ছেলে এমপি পদপ্রার্থী! পঞ্চগড়ে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ কুমিল্লায় এমপি বাহার ও মেয়র সূচির ২৯ কর্মী সহ ৪৪ জন গ্রেফতার  ঠাকুরগাঁওয়ের সাতটি থানায় আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের নামে চলছে তুঘলকি কান্ড, টাকা যার আইন তাঁর!

রংপুরের উন্নয়ন ও ভাবনা শীর্ষক আলোচনা “তারুণ্যের চোখে রংপুর”

Juyel Khandokar

শিল্পী আক্তার রংপুর ব্যুরো :- আলোচনায় আগত তরুণ প্রজন্মের প্রতিনিধিরা রংপুরের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত লিখিতভাবে তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে রংপুরকে একটি আধুনিক, পরিবেশ বান্ধব ও পরিকল্পিত রংপুর গড়ার পরিকল্পনার কথা তুলে ধরেন এবং উপস্থিত তরুণ তরুণীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

প্রধান অতিথি এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন
সদস্য সচিব রংপুর মহানগর বিএনপি। আলোচকবৃন্দ, ড. ফেরদৌস রহমান, সহযোগি অধ্যাপক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। ( বিশ্বসেরা গবেষক এর তালিকায় রয়েছেন) ড. মোস্তাদের হোসেন ফায়ার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি গবেষণা ইন্সটিটিউট, রংপুর। মোহাম্মদ মিজানুর রহমান মানিক সিনিয়র ইন্সট্রাকটর, যুব উন্নয়ন অধিদপ্তর রংপুর। ড. আরমানুল ইসলাম, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার কৃষি গবেষণা রংপুর, মোছাঃ শারমিন সুলতানা (নারী উদ্যোক্তা), ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়। মনজুর আহমেদ আজাদ, সভাপতি-রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-রংপুর। জায়েদ মোশাররফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইজিদোকান লিমিটেড। আরও স্থপতি ছিলেন মোঃ হাসানুজ্জামান সরকার সুমন, অজয় নাথ ( বিশিষ্ঠ সংগীত শিল্পি ও সংগঠক), খোকন ইসলাম সাবেক সভাপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট এসোসিয়েশন, মোঃ রিফাত রাফি, আহত জুলাই যোদ্ধা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর প্রমুখ।

Leave a Reply