শিরোনাম
টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ প্রকৌশলী শাহজাহান আলীর বিরুদ্ধে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায়ে আবু সাঈদের পরিবার সন্তুষ্ট শেখ হাসিনার আত্মঘাতী সিদ্ধান্তই তাকে দেশছাড়া করেছে-রাকেশ রহমান রংপুরের উন্নয়ন ও ভাবনা শীর্ষক আলোচনা “তারুণ্যের চোখে রংপুর” রংপুরে বিএনপি প্রার্থী সামুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ময়মনসিংহে যাত্রা নৃত্যশিল্পী পরিচয়ে রুপার রঙ্গলীলা হয়রানিতে অতিষ্ঠ অর্ধশত পরিবার মালদ্বীপে ১ কোটি ৩০ লক্ষ সিগারেট চুরি : বাংলাদেশি মো. আল আমিন গ্রেপ্তার কুমিল্লায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার রাণীশংকৈলে এমকেপির আয়োজনে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত  গাজীপুর-৬ আসন-একাধিক মামলার আসামি ও ওয়ারেন্ট ভুক্ত আসামির ছেলে এমপি পদপ্রার্থী!

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায়ে আবু সাঈদের পরিবার সন্তুষ্ট

Juyel Khandokar

শিল্পী আক্তার রংপুর ব্যুরো :- জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ রায় দেওয়া হয়। এরপর এক প্রতিক্রিয়ায় শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী তার পরিবারের পক্ষ থেকে সন্তুষ্টির কথা জানায়।

রমজান আলী বলেন, আমরা এ রায়ে খুশি হয়েছি। তবে রায় যেন দ্রুত কার্যকর করা হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, শুধু রায় ঘোষণা করেই যেন শেষ না হয়। দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করার দাবি জানাই।

আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ছেলেকে হারিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা তো কোনোদিন পূরণ হবে না। আর যেন আমার মতো কোনো মায়ের বুক এভাবে খালি না হয়, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave a Reply