শিরোনাম
বরিশালের সেচরা আন্ডারওয়ার্ল্ডে নতুন রাজা দাও মাসুদ যখন সিটি কিং হবার চেস্টায়! কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরী ও ইয়াছিনের ঐক্যবদ্ধ বৈঠক অনুষ্ঠিত ফটিকছড়িতে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি, উপকৃত ১২০ জন আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: রুমিন ফারহানা পাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপায় হত্যা, আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ধাক্কায় আহত ওসি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা তারেক রহমানের সঙ্গে নেপাল-ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

হারাগাছ মেট্রো পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্ৰেফতার ৫

Chif Editor

শিল্পী আক্তার রংপুর ব্যুরো :- রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরে জুয়ার সরঞ্জাম ও নগত টাকাসহ ৫ জন জুয়াড়িকে আটক করেছে আরপিএমপি থানা পুলিশ।

আজ ১৭ নভেম্বর সোমবার পাঁচজনকেই মেট্রোপলিটন নন এফআইআর প্রসিকিউশন ধারায় মামলায় গ্ৰেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

গ্ৰেফতারকৃতরা হলো, উপজেলার হারাগাছ পৌর শহরের মেনাজবাজার বাঁশহাটির মোঃ সাদ্দাম (২৮), মিয়াপাড়ার মোঃ শফি (৪৮), মায়াবাজার বাঁধেরপাড়ের মোঃ ইব্রাহীম হোসেন ওরফে ইবরা (৫৮), ধুমেরকুটি ভেল্লাটারীর নুর মোহাম্মদ (৪৮) ও একই এলাকার মোঃ শাহজাহান (৫৩)।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশনা ও তত্ত্বাবধানে এসআই আব্দুর রহমান ও শফিকুল ইসলামসহ পুলিশের টিম গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে হারাগাছ থানাধীন মায়াবাজার বাধেরপাড় এবং পোদ্দারপাড়া বাধেরপাড় এলাকা থেকে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতে নাতে ৫ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ১০২ টি তাস ও ১৪৯০ টাকা উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, আটক পাঁচজনকেই আজ সোমবার রংপুর মহানগরী পুলিশ আইনের ৯৩ ধারায় নন এফআইআর প্রসিকিউশন পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও জুয়া বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply