শিরোনাম
আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার পল্লবীর বিএনপি নেতা মামুন ছুরিকাঘাতে ছাত্রশিবিরের নেতা শাওন মাহমুদ আশিক আহত  ভূজপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ী মির্জা আব্বাসের বিপক্ষে মনোনয়ন নিলেন সেই রিকশা চালক নির্বাচনের আগে তিন আসনে বিশেষ বরাদ্দ নিয়ে যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ মাহামুদ সন্তানকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা, আহত – ০২ সংসারের দায়িত্ব সামলাতে না পেরে নিখোঁজ;ব্রিজের নিচে মিলল লাশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে মিঠামইন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনিয়মের অভিযোগে অপসারণ দাবি রাণীশংকৈলে ৩০ বছরের ক্রয় করা জমি দখলের অভিযোগ, ভূক্তভোগী পরিবার আতংকে

সংসারের দায়িত্ব সামলাতে না পেরে নিখোঁজ;ব্রিজের নিচে মিলল লাশ

Juyel Khandokar

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :- ‘খাবার নিয়ে গিয়ে দেখি বাবা নেই দোকানে’ পাবনার ভাঙ্গুড়ায় চিরকুট লিখে নিখোঁজ হওয়া জিয়াউর রহমান জিয়া (৪৮) নামের এক টেইলার্সের লাশ রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে পরিবারের কাছে খবর আসে বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের আটঘরিয়া উপজেলার রোকনপুর ৯ নম্বর রেলব্রিজ এলাকা থেকে ট্রেনে কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ। খবর পেয়েই স্বজনরা সেখানে ছুটে গিয়ে লাশ শনাক্ত করেন।

নিহত জিয়া ভাঙ্গুড়া বাজারের সেঞ্চুরি টেইলার্সের মালিক ও পৌর শহরের উত্তর সারুটিয়া বাঁধপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার দুপুর আড়াইটার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দর্জি মাস্টার জিয়া নিখোঁজ হন। নিখোঁজের আগে তিনি একটি চিরকুটে লেখেন- “দোকান ও সংসার আর চালাইতে পারলাম না,তাই দুনিয়া ত্যাগ থেকে আজ বিদায় হইলাম, আমার জীবনের জন্য কেউ দায়ী নয়।” এরপর থেকে পরিবারের লোকজন তাকে আর কোথাও খুঁজে না পেয়ে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহত জিয়ার ছোট ছেলে ইজাজ হোসেন বলেন, বুধবার দুপুরে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে দেখি দোকানে আমার বাবা নেই। এ সময় টেবিলের ওপর দোকানের অর্ডার খাতার উপর বাবার লেখা ওই চিরকুটটি দেখতে পাই।

পরে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও বাবাকে পাওয়া যায়নি। আজ ভোরে খবর আসে বুধবার সন্ধ্যায় তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল উদ্দিন জানান,ওই লোকটি বুধবার সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে ট্রেন এলে তিনি কাটা পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে ও পা কাটা পড়ে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
পাবনা প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
২০ নভেম্বর ২০২৫

Leave a Reply