শিরোনাম
আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার পল্লবীর বিএনপি নেতা মামুন ছুরিকাঘাতে ছাত্রশিবিরের নেতা শাওন মাহমুদ আশিক আহত  ভূজপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ী মির্জা আব্বাসের বিপক্ষে মনোনয়ন নিলেন সেই রিকশা চালক নির্বাচনের আগে তিন আসনে বিশেষ বরাদ্দ নিয়ে যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ মাহামুদ সন্তানকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা, আহত – ০২ সংসারের দায়িত্ব সামলাতে না পেরে নিখোঁজ;ব্রিজের নিচে মিলল লাশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে মিঠামইন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনিয়মের অভিযোগে অপসারণ দাবি রাণীশংকৈলে ৩০ বছরের ক্রয় করা জমি দখলের অভিযোগ, ভূক্তভোগী পরিবার আতংকে

সন্তানকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা, আহত – ০২

Juyel Khandokar

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :-  পাবনার ভাঙ্গুড়ায় ছেলে কে মাদ্রাসা থেকে আনতে যাওয়ার পথে বেপরোয়া কুতুব-গাড়ির ধাক্কায় সম্পা খাতুন (৩৩) নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যান চালক আরিফ ও এনজিওকর্মী মোটরসাইকেল আরোহী আতাউর রহমান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌর সদরের কালিবাড়ি–ভাঙ্গুড়া সড়কের কুমড়া-ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্পা খাতুন পৌর সদরের মান্দা সাহাপাড়া এলাকার লিটনের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতই দুপুরে ছেলেকে আনতে ভ্যানযোগে রওনা হয়ে ছিলেন তিনি। মাদ্রাসায় ছুটি হওয়ার আগেই সন্তানকে নিয়ে ঘরে ফেরার তাড়াহুড়া ছিল তার মনে। হঠাৎ কুমড়া ডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া কুতুবগাড়ি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার সঙ্গে সঙ্গে সম্পা সড়কে ছিটকে পড়ে যান এবং কুতুবগাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। মুহূর্তেই নিভে যায় এক শিশুর পুরো পৃথিবী যে হয়তো তখনও ভাবছিল,’মা আসছে’।

এ সময় ভ্যানচালক আরিফ ও পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেলের আরোহী এনজিওকর্মী আতাউর রহমানও গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সম্পাকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ঘাতক কুতুবগাড়ি ও এর চালক কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Leave a Reply