শিরোনাম
মাগুরা গ্রুপের পক্ষ থেকে ১৫০০ শত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরন “কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থীর উঠান বৈঠক, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা” লালমাইয়ে আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী দোসর মাহামুদা আক্তার ও স্বামী আবু তাহের রনিকে বাঁচাতে মরিয়া ওরা কারা পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল মধু জব্দ করে জন সন্মুখে ধব্বংস নিখোঁজের ১২ দিন পর মুরাদনগরে অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার পাবনার ভাঙ্গুড়ায় সরিষা ক্ষেতে ব্যস্ত মৌচাষিরা, কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা গঙ্গাচড়ায় গ্রোয়েন বাঁধ-কেটে তিস্তা চর লুটপাট, নদী ও জনপদ ধ্বংসের খেলায় সিন্ডিকেট নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ: গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আইএসপিআরের বিবৃতি কেন এনসিপি ছাড়লেন, জানালেন তাসনিম জারা

একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ: সিইসি

Chif Editor

একই দিনে নির্বাচন ও গণভোট করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে ইসির কাছে সরকার চিঠি দিয়েছে। গণভোট ও নির্বাচন একই দিনে করার মতো এমন চ্যালেঞ্জের মুখে কমিশন এর আগে পড়েনি।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, গণভোটের আইনের মধ্যে প্রসিডিউরটা বলা থাকবে। সেই অনুযায়ী গণভোট হবে। সামনের সপ্তাহে গণভোট আইন করা হবে। আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন।

তিনি বলেন, সিইসি ও সরকার একটা ফ্রি ফেয়ার নির্বাচন দিতে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের সময় ইসি পুরোপুরি প্রস্তুত থাকবে। আমাদের ৪২ হাজার পোলিং সেন্টার থাকবে। সব সেন্টারে সিসি ক্যামেরা দেওয়া কঠিন হবে। কারণ এত সিসি ক্যামেরাকে নির্বাচনের পরে কী করা হবে? নির্বাচনের সময় সাংবাদিক ও পর্যবেক্ষকরা আমাদের সিসি ক্যামেরা।

সিইসি বলেন, নির্বাচন করতে ইসির প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচনের সময় ৫ শতাংশ কাজ ইসি করবে। বাকি ৯৫ শতাংশ কাজ করবে অন্যরা।

সিইসি আরও বলেন, পোস্টাল ভোটের ক্ষেত্রে মানুষের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু প্রবাসে অনেকের ঠিকানা ভুল, অনেকের পাসপোর্ট নেই।

Leave a Reply