শিরোনাম
আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড, উড়বে ড্রোন:- জাহাঙ্গীর আলম লিবিয়ায় ভূগর্ভস্থ ‘গোপন কারাগার’ থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি শাওন গ্রেপ্তার ঝিনাইদহে বিশেষ অভিযানে লুট হওয়া টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার, আটক ১ ঋণের দায় নিয়েই প্রাণ হারালেন ইজিবাইক চালক সাগর খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় একই গ্রামের ৫ জন নিহত, গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা ওয়াসায় দোয়া মাহফিল বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান

এবার বিজেপির ‘মিশন বাংলা’ পরিকল্পনা ফাঁস

Chif Editor

ভারতে বাঙালির ভোট আগামী বছরের মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হবে এবং বিহারে জয়ের উৎসব পরবর্তী সময় থেকে কলকাতার মমতা ব্যানার্জিকে সরানোর জন্য নতুন পরিকল্পনা শুরু করেছে বিজেপি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি

সূত্রের বরাত দিয়ে এনিটিভি জানায়, বিজেপির মূল লক্ষ্য মমতা ব্যানার্জি নয়, বরং তারা টার্গেট করছে তৃণমূলের এমন কর্মীদের, যাদের আবিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সত্যিকারের আনুগত্য নেই। এর ফলে পার্টির তলায় থাকা সমর্থন হ্রাস পাবে।

তৃণমূলের কর্মীদের ওপর কেন্দ্রিত কৌশল

২০২১ সালের রাজ্য নির্বাচনের আগে বিজেপি তৃণমূলের কিছু গুরুত্বপূর্ণ নেতাকে দলে ভিড়িয়েছিল, যেমন সুবেন্দু অধিকারী। তবে এবার দলে ঢোকার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে না, কারণ এটি ভোটভাগ বাড়াবে না।

বিজেপি, তৃণমূলের স্থানীয় কর্মীদের অন্তর্ভুক্ত করে প্রচারণা শক্তিশালী করতে চায়, যাতে দীর্ঘ ও কার্যকর প্রচারণা সম্ভব হয়। কিন্তু বিদ্যমান রাজনৈতিক নেতাদের কোনো সমস্যা হবে না। 

ধর্ম ও আঞ্চলিক ভারসাম্য

বিহারে বিজেপি ও জেডিইউ-এর কাস্টি-ভিত্তিক কৌশল সাফল্য লাভ করেছিল। তবে বাংলায় কাস্টি রাজনীতি প্রধান বিষয় নয়। তাই বিজেপি আঞ্চলিক ও ধর্মীয় ভারসাম্য বজায় রেখে কৌশল গ্রহণ করবে।

হিন্দু-মুসলিম ভোট বিভাজন

বাংলার প্রায় ৩০ শতাংশ জনগণ মুসলিম হলেও তারা প্রায় ৩০ থেকে ৪০টি আসনে প্রভাবশালী, যা মোট আসনের ১৪ শতাংশের কম। বিজেপি আশা করছে হিন্দু ভোটের ধ্রুবীকরণে সুবিধা পাবে।সংখ্যা ও পরিকল্পনা

গত চারটি নির্বাচন (২ রাজ্য ও ২ কেন্দ্রীয়) থেকে বিজেপি ১০০-এর বেশি আসন জিতেছে। এবার তারা ১৬০ থেকে ১৭০ আসনের লক্ষ্য রাখছে। তবে সাফল্য পেতে প্রার্থী নির্বাচনে সতর্কতা জরুরি।

বিজেপি ধীরে ধীরে বাংলায় শক্তিশালী হচ্ছে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ জেলা, যেখানে ভোট ভাগও বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮ আসন ও ৪০ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়েছিল, ২০২১ রাজ্য নির্বাচনে ৭৭ আসন ও ৩৮ দশমিক ১৪ শতাংশ ভোট ভাগ পেয়েছিল।

এনডিটিভি জানায়, তৃণমূলের সর্বোচ্চ ভোট ভাগ প্রায় ৪৮ শতাংশ, তাই বিজেপিকে জয় পেতে আরও ৬ শতাংশ ভোট সংগ্রহ করতে হবে। এটি বিজেপির সংগঠন এবং কার্যকারিতার এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply