ভারতে বাঙালির ভোট আগামী বছরের মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হবে এবং বিহারে জয়ের উৎসব পরবর্তী সময় থেকে কলকাতার মমতা ব্যানার্জিকে সরানোর জন্য নতুন পরিকল্পনা শুরু করেছে বিজেপি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সূত্রের বরাত দিয়ে এনিটিভি জানায়, বিজেপির মূল লক্ষ্য মমতা ব্যানার্জি নয়, বরং তারা টার্গেট করছে তৃণমূলের এমন কর্মীদের, যাদের আবিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সত্যিকারের আনুগত্য নেই। এর ফলে পার্টির তলায় থাকা সমর্থন হ্রাস পাবে।
তৃণমূলের কর্মীদের ওপর কেন্দ্রিত কৌশল
২০২১ সালের রাজ্য নির্বাচনের আগে বিজেপি তৃণমূলের কিছু গুরুত্বপূর্ণ নেতাকে দলে ভিড়িয়েছিল, যেমন সুবেন্দু অধিকারী। তবে এবার দলে ঢোকার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে না, কারণ এটি ভোটভাগ বাড়াবে না।
ধর্ম ও আঞ্চলিক ভারসাম্য
বিহারে বিজেপি ও জেডিইউ-এর কাস্টি-ভিত্তিক কৌশল সাফল্য লাভ করেছিল। তবে বাংলায় কাস্টি রাজনীতি প্রধান বিষয় নয়। তাই বিজেপি আঞ্চলিক ও ধর্মীয় ভারসাম্য বজায় রেখে কৌশল গ্রহণ করবে।
হিন্দু-মুসলিম ভোট বিভাজন
গত চারটি নির্বাচন (২ রাজ্য ও ২ কেন্দ্রীয়) থেকে বিজেপি ১০০-এর বেশি আসন জিতেছে। এবার তারা ১৬০ থেকে ১৭০ আসনের লক্ষ্য রাখছে। তবে সাফল্য পেতে প্রার্থী নির্বাচনে সতর্কতা জরুরি।
বিজেপি ধীরে ধীরে বাংলায় শক্তিশালী হচ্ছে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ জেলা, যেখানে ভোট ভাগও বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮ আসন ও ৪০ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়েছিল, ২০২১ রাজ্য নির্বাচনে ৭৭ আসন ও ৩৮ দশমিক ১৪ শতাংশ ভোট ভাগ পেয়েছিল।



