রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে সেখানে পুলিশের পালটা পালটি ধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ায় শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে পরীক্ষার্থীরা এখনও চারুকলা অনুষদের সামনে অবস্থান নিয়ে আছেন। শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারীদের দাবি, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, পরীক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন পরীক্ষার্থীরা। শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। ব্যারিকেড ভেঙে অগ্রসর হতে না পেরে পরীক্ষার্থীরা সেখানে সড়কে বসে অবস্থান নেন। এরপরই শুরু হয় উত্তেজনা।
লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীরা গত কয়েকদিন ধরে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেল অবরোধ এবং ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে তারা পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান। তাদের হুঁশিয়ারি—পরীক্ষার তারিখ না বদলানো হলে তারা পরীক্ষা বর্জন করবেন।
অংশগ্রহণকারীরা বলছেন, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে এক বছর সময় পাওয়া গেছে। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে তুলনামূলক কম, যা প্রস্তুতির জন্য অযৌক্তিক। তাই ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পিছিয়ে যৌক্তিক সময় দেওয়ার দাবি জানান তারা।



