২০২৬ সালের উইমেন্স এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে বাফুফের আয়োজনে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশের নারী ফুটবল দল। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার মুখোমুখি হয় পিটার বাটলারের শিষ্যরা। বিরতির আগে গোল হজম করে আফঈদা-ঋতুপর্ণারা।
এই ত্রিদেশীয় সিরিজটি তিনটি ভিন্ন লক্ষ্যের সমন্বয়। আজারবাইজান বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি নিচ্ছে, মালয়েশিয়া নিজেদের সী গেমসের জন্য প্রস্তুত করছে এবং বাংলাদেশ উইমেন্স এশিয়ান কাপের প্রস্তুতিকে ভালোভাবে ঝালিয়ে নিতে চাইছে।
কোচ পিটার বাটলার এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছেন এবং দলের কৌশল ঢেলে সাজিয়েছেন।
গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচের ফরোয়ার্ড তহুরা খাতুন ও ডিফেন্ডার নবিরণ খাতুনকে বাদ দিয়ে নবাগত সুলতানা এবং মিডফিল্ডার মুনকি আক্তারকে সুযোগ দেওয়া হয়েছে।
আগের ম্যাচে রক্ষণাত্মক ভঙ্গিতে পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেললেও, মালয়েশিয়ার বিপক্ষে বাটলারের দল মাঠে নেমেছে ৪-৩-৩ আক্রমণাত্মক ফরমেশনে।
ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ দুটি ম্যাচের ফল মিশ্র ছিল—একটি গোলশূন্য ড্র এবং অন্যটিতে ৬-০ গোলের বিশাল জয়।
বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা (গোলরক্ষক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আফঈদা খন্দকার, মুনকি আক্তার, শিউলি আজিম, ঋতুপর্ণা চাকমা, সুলতানা আক্তার, শামসুন্নাহার জুনিয়র ও শামসুন্নাহার সিনিয়র।



