শিরোনাম
রানীশংকৈলে উপজেলা যুবদলের ও পৌর যুবদলের আংশিক কমিটি অনুমোদন  তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে তেকসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ওসির কক্ষে কৃষক লীগ নেতার উপস্থিতিতে সাংবাদিকের নামে মামলা: বদরগঞ্জে সাংবাদিক সমাজ ক্ষুব্ধ, ওসির অপসারণ দাবি বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক ও বীমা খাতে আনা হবে বড় সংস্কার : আমীর খসরু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা জানালো ভারত একযোগে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ১ হাজার টাকার জন্য প্রাণ গেল শুভর মালয়েশিয়ার বিপক্ষে এক গোলে পিছিয়ে বাংলাদেশ সাবেক ডিবিপ্রধান হারুনের আয়কর নথি জব্দের আদেশ যশোরে সার্কিট হাউজে ভুয়া অতিরিক্ত সচিব আটক

রানীশংকৈলে উপজেলা যুবদলের ও পৌর যুবদলের আংশিক কমিটি অনুমোদন 

Chif Editor

অভিষেক চন্দ্র রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী  উপজেলা যুবদলের  ও পৌর যুবদলের আংশিক কমিটি গঠিত হয়েছে।

২৭শে নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম  মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা।

ঘোষিত উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে মোঃ শামিম ( সুমন ) , সাধারণ সম্পাদক হিসেবে আকতার ইসলাম , সাংগঠনিক সম্পাদক হিসেবে আউলাদ হোসেন ও পৌর যুবদলের সভাপতি হিসেবে মোঃ ওমর ফারুক সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মমিরুল ইসলাম ( মমিন)  সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তারুল ইসলাম  দায়িত্ব পেয়েছেন ।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন, আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট  উপজেলা ও পৌর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন ।

কমিটি গঠনের পর নেতৃবৃন্দ বলেন, সাংগঠনিক শক্তি বাড়াতে এবং দলের আদর্শ ছড়িয়ে দিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিগগিরই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

কমিটির বিষয়ে জেলা যুবদলের নেতারা বলেন,  নতুন কমিটির সফলতা কামনা করে বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রানীশংকৈল যুবদল  ও পৌর যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

Leave a Reply