শিরোনাম
মালদ্বীপের টেলিথনে শ্রীলঙ্কানদের আবেগঘন অংশগ্রহণ; দুর্যোগ সহায়তায় ২.৩৭ মিলিয়ন এমভিআর সংগ্রহ রংপুরের বিভাগীয় সমাবেশ সফল করতে কুড়িগ্রামে ৮ দলের স্বাগত মিছিল অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যু আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া নির্বাচন ঘিরে পরিস্থিতি নানাভাবে ঘোলাটে করার চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ালো ইসি দুই দশকেরও বেশি সময় ধরে আটক ফিলিস্তিনি নেতা বারঘুতির মুক্তির দাবিতে আন্তর্জাতিক ক্যাম্পেইন শুরু চকবাজারে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন বেগম খালেদা জিয়ার সুস্থতা মানেই জাতির স্বস্তি: অমানউল্লাহ আমান

মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিক গ্রেফতার, ২০ মামলার আসামির পতনে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

Chif Editor

মুন্সীগঞ্জের সবচেয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিল্টন মল্লিক (৪৬)–কে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-১। রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকায় চালানো বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যার পর তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়—চুরি,ডাকাতি,মাদক ও বিস্ফোরক আইনের মোট ২০টি মামলার পলাতক আসামি মিল্টন দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের মধ্যে ভীতি,চাঁদাবাজি ও ক্যাডারবাহিনী গড়ে তোলার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল।

অস্ত্র উদ্ধার ও পূর্বের অপরাধ অপারেশন,গত ৩১ অক্টোবর যৌথ বাহিনীর অভিযানে মিল্টনের বাড়ি থেকে উদ্ধার করা হয়—৭টি তাজা ককটেল,২টি সুইচ গিয়ার চাকু। এসময় তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী,মিল্টন এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠার জন্য এসব অস্ত্র ব্যবহার করত।

দীর্ঘদিন ধরেই মিল্টনের নেতৃত্বে ক্যাডার গ্রুপ অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার গ্রেফতারে জনমনে ব্যাপক স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা। মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন—মিল্টন মল্লিকের বিরুদ্ধে মোট ২০টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকার স্থিতিশীলতা পুনরুদ্ধার সম্ভব হয়েছে।

Leave a Reply