
মালদ্বীপ প্রতিনিধি :- মালদ্বীপে কর্মরত শ্রীলঙ্কানরা প্রতিবেশী দেশের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আয়োজিত টেলিথনে অংশ নিয়ে গভীর আবেগ প্রকাশ করেছেন। রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিএসএম–এর নেতৃত্বে আয়োজিত এ মানবিক উদ্যোগে এখন পর্যন্ত ২.৩৭ মিলিয়ন এমভিআর এবং ৩৮,৩২২ মার্কিন ডলার সংগ্রহ হয়েছে।
শ্রীলঙ্কায় সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও ৩৭০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যার ফলে দেশটিতে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। টেলিথনে অংশ নিয়ে মালদ্বীপে বসবাসকারী বহু শ্রীলঙ্কান তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। অনেকে স্থানীয় ভাষা দিভেহিতে কথা বলেন।
এক নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চার দিন ধরে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আজ কিছু আত্মীয়ের সঙ্গে কথা হয়েছে। সত্যি বলতে, আমরা জানিই না আমাদের পরিবার এখন কোথায় আছে। মালদ্বীপ সবসময় আমাদের পাশে থেকেছে—সবার প্রতি কৃতজ্ঞ।”
আরেক অংশগ্রহণকারী জানান, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং প্রতিটি অনুদানই তাদের জন্য বিশাল সহায়তা। প্রথমে টেলিথনটি রবিবার দুপুর ১টায় শেষ হওয়ার কথা থাকলেও অনুদানের প্রবাহ বাড়তে থাকায় সময় বাড়িয়ে সোমবার দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন তহবিল বাক্সের মাধ্যমে অনুদান সংগ্রহ চলমান রয়েছে।
মালদ্বীপ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক এই মানবিক উদ্যোগে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে। মালদ্বীপে শিক্ষা, চিকিৎসা ও পর্যটনসহ বহু গুরুত্বপূর্ণ খাতে শ্রীলঙ্কানদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।


