
মায়ের কোল না জুটলেও জুটেছিল পথের ধুলো। তবে মানুষ মুখ ফেরালেও ফেরায়নি পশুরা। ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে, যেখানে পাবলিক টয়লেটের পাশে ফেলে যাওয়া এক নবজাতককে সারারাত ধরে পাহারাদার হয়ে আগলে রেখেছে একদল রাস্তার কুকুর।
সোমবার ভোরের দিকে পশ্চিমবঙ্গের নবদ্বীপের স্বরূপনগর রেল কলোনির বাসিন্দারা দেখতে পান, পাবলিক টয়লেটের বাইরে পড়ে থাকা কান্নারত শিশুটিকে ঘিরে বৃত্ত তৈরি করে বসে আছে একদল রাস্তার কুকুর। স্থানীয়দের ভাষ্যমতে, সারারাত কুকুরগুলো ওই শিশুটির পাশেই ছিল। ভোরের আলো ফোটার পর স্থানীয় বাসিন্দারা শিশুটিকে নিরাপদ আশ্রয়ে তুলে নেওয়ার পরই কেবল কুকুরগুলো সেখান থেকে সরে যায়।
কলোনির বাসিন্দা রাধা ভৌমিক টয়লেটে যাওয়ার সময় শিশুটিকে প্রথম দেখতে পান এবং কুকুরদের বেষ্টনীর ভেতর থেকে দ্রুত তাকে মাটি থেকে তুলে নেন। এরপর তার নাতনি-বউ প্রীতি ভৌমিক শিশুটিকে প্রথমে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মাথায় সামান্য রক্ত ছিল, যা জন্মের সময়ের বলে ধারণা করা হচ্ছে।
নবদ্বীপ পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে জন্মের পরপরই স্থানীয় কেউ শিশুটিকে সেখানে ফেলে গেছে। শিশুটির দীর্ঘমেয়াদী সুরক্ষা ও পুনর্বাসনের জন্য চাইল্ডলাইন এবং শিশু কল্যাণ কমিটিকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
উদ্ধারকারী রাধা ভৌমিক কুকুরগুলোর এমন আচরণে মুগ্ধ হয়ে বলেন, “যাদের আমরা সবসময় তাড়িয়ে দিই, সেই কুকুরগুলোই আজ এমন কাজ করল যা অনেক মানুষও করত না। ওরাই শিশুটিকে বাঁচিয়ে রেখেছে।”



