
আজ বিকেলে কুমিল্লা মহানগরীর একটি রেস্তোরাঁয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব এডভোকেট মোঃ রেজাউল করিম মিঠু, অন্যান্যদের মধ্যে আলোচনা করেন কৃষিবিদ সুমনা আক্তার স্মৃতি, কেনিক মোসলেহ উদ্দিন, সালেক আহমেদ, ইকবাল আহমেদ প্রমূখ। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও মোনাজাতে শেফা চেয়ে দোয়া করা হয়।


