
গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। দলে যোগ দেয়ার তৃতীয় দিনেই নির্বাচনী টিকিট পেয়েছেন তিনি। আগামী ত্রয়োদশ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হয়ে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রেজা কিবরিয়া।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে আরও ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন এর মধ্যে হবিগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে রেজা কিবরিয়ার নাম ঘোষণা করা হয়।
এর আগে গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রেজা কিবরিয়া। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৮ সালের নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে হবিগঞ্জ-১ আসনে (বাহুবল-নবীনগর) ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।



