
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করছেন।
যদিও তার আগেই যদি ফ্লাইটের ব্যবস্থা নিশ্চিত হয়, তাহলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশে একটি দল ঢাকা ছাড়বে।
তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন তার ফেসবুক পোস্টে তথ্যটি নিশ্চিত করেন।
পোস্টে তিনি লিখেছেন, “মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা, দেশবাসীর আন্তরিক দোয়া এবং কূটনীতিকদের সহযোগিতায় ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ। উন্নত ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে তাকে খুব দ্রুত লন্ডনের হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয়েছে।”
তিনি আরও বলেন, তার আগেই যদি এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা সম্পন্ন হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুল্যান্সে থাকবেন তার পুত্রবধূ শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক এবং ব্যক্তিগত সহকারী। পুরো চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি দিক সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমান।




