
নির্বাচিত সরকার না থাকায় দেশ সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এটাই বিএনপির কাম্য।
আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে খসরু আরও বলেন, এয়ার অ্যাম্বুলেন্স কোনো সমস্যা না।
ডাক্তারদের সিদ্ধান্তের ওপর তার বিদেশ যাওয়া নির্ভর করছে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, উনি ভ্রমণ করতে পারবেন কি-না, এটা হচ্ছে সমস্যা। যে মুহূর্তে সিদ্ধান্ত হবে (বিদেশে পাঠানোর), এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আমীর খসরু বলেন, ‘আমরা জানি তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনে নেতৃত্ব দেবেন। আশা করি, জনগণের সমর্থন পাই, বিএনপি সরকার গঠন করে, উনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে।
আমরা জানি, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। উনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে। উনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। উনার বাংলাদেশে যে পরিকল্পনা সবগুলো ভালোভাবে দলের পক্ষ থেকে উনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি, যোগ করেন তিনি।
আমীর খসরু বলেন, উনি (তারেক রহমান) যেকোনো সময় বাংলাদেশে আসবেন। যারা গুঞ্জন করছেন, তাদের গুঞ্জন করতে দেন। অসুবিধা নাই তো। গুঞ্জনের জন্য তো কিছু লোক লাগে বাংলাদেশে।


