
কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।০৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার, কুমিল্লা-এর বাসভবনে কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। বিদায় অতিথিদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন “ কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জবৃন্দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব করতে অফিসার ইনচার্জদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামীর কর্মস্থলে তাঁদের জন্য সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব রাশেদুল হক চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), কুমিল্লা ।
পরিশেষে মান্যবর পুলিশ সুপার মহোদয় বিদায়ী অফিসার ইনচার্জগণদের কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পংকজ বড়ুয়া , অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); সাইফুল মালিক , অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)। মোহাম্মদ কামরুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল)সহ সকল সহকারী পুলিশ সুপারবৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


