শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ প্রকাশ: সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫ দেশে সাড়ে ১৪ লাখ টন চাল মজুদ আছে: খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে কাল আসছে না এয়ার অ্যাম্বুল্যান্স ভাষণ রেকর্ডের বিষয়বস্তু এবং সময় সিইসি নির্ধারণ করবেন: ইসি সচিব নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো ধরনের আশঙ্কা করছি না: গোলাম পরওয়ার ভাঙ্গুড়ায় ধর্ষণ মামলায় স্কুল ছাত্রীর কথিত প্রেমিক গ্রেফতার ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারে মুক্তিযোদ্ধা কমান্ডারের আলটিমেটাম 

শওকত মাহমুদ আটক

Chif Editor

সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ডিবির একটি দল রাজধানীর মালিবাগের বাসা থেকে তাকে তুলে নিয়ে সংস্থাটির কার্যালয়ে নিয়ে যায়। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, শওকত মাহমুদ বর্তমানে ডিবির হেফাজতে আছেন। আজ বিকেলে তার মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসা হয়েছে।

তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিসি তালেবুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব।

শওকত মাহমুদ এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। 

শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। শেখ হাসিনা সরকারের আমলে ২০২৪-এর নির্বাচনে তিনি কুমিল্লা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

জুলাই-আগস্ট আন্দোলনের পর নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ গঠন করে মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতির পদ ছাড়াও তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতির দায়িত্ব পালন করেন।

Leave a Reply