
অনলাইন ডেস্ক :- তফসিল ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকায় পা দিয়েছে দেশ। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় নির্বাচন। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে তদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। জাতীয় নাগরিক পার্টি ১০ ডিসেম্বর (বুধবার ) প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে এনসিপি। এর আগে গত ৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও প্রত্যেক আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে।
এখন পর্যন্ত ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক মনোনয়ন তালিকা অনুযায়ী নাহিদ, সারজিস ও হাসনাত ও তাসনিম জারাসহ দলটির গুরুত্বপূর্ণ নেতা যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন— তারা কোন আসনে লড়বেন এবং কাদের বিপরীতে লড়বেন তা জানা গেছে—
ঢাকা-১১
গুরুত্বপূর্ণ এই আসনে লড়বেন তিন দলের তিন হেভিওয়েট প্রার্থী।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রথম সারির নেতা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়ছেন ঢাকা-১১ আসন থেকে। তার বিপরীতে ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন ড. এম. এ. কাইয়ুম।
উল্লেখ্য, ঢাকা-১১ আসনটিট বাড্ডা-ভাটারা-রামপুরা নিয়ে গঠিত।
পঞ্চগড়-১
এনসিপির আরেক হেভিওয়েট প্রার্থী দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি লড়বেন— পঞ্চগড়-১ আসন থেকে। সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির।
সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লড়বেন দলটির জেলা আমির ও তেঁতুলিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন।
কুমিল্লা-৪
আরেক হেভিওয়েট প্রার্থী দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি লড়বেন কুমিল্লা-৪ আসন থেকে। তার বিপরীতে সেখানে বিএনপির পক্ষ থেকে লড়বে দলটির মনোনীত প্রার্থী সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং জামায়াতের পক্ষ থেকে লড়বেন দলটির কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও দেবিদ্বারের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনটি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আরেক প্রার্থী দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি লড়বেন ঢাকা-৯ আসন থেকে। সেখানে তাকে লড়তে হবে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদের সাথে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী থেকে লড়বেন দলটির শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ।
উল্লেখ্য, এনসিপির প্রতীক শাপলা কলি। বিএনপির প্রতীক ধানের শীষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাড়িপাল্লা।
তফসিলের গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নিন—
নির্বাচনের দিন: ১২ ফেব্রুয়ারি; গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণের সময়: সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত।
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময়: ২৯ ডিসেম্বর।
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।
আপিলের শেষ সময়: ১১ জানুয়ারি।
আপিল নিষ্পত্তি: ১২ থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি।
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।
নির্বাচনি প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টা পর্যন্ত।
ভোটগ্রহণ হবে ৩০০ সংসদীয় আসনে।
মোট ভোটার সংখ্যা: ১২ কোটি ৭৬ লাখের বেশি।
প্রবাসী ভোটারও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন; ইতিমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।



