
অনলাইন ডেস্ক :- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। একদিনে তিনি এত অসুস্থ হননি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে সুস্থ ও রক্ষা করা গেলেই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা সম্ভব। চারিদিকে শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশকে কেউ পরাধিন রাখাতে পারবে না।’



