
সিনিয়র রিপোর্টার, বিশাল রহমান :- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট মেয়ে মির্জা সাফারুহ বলেছেন, আপনাদের সঙ্গে থাকার কারণে আমার বাবাকে ১১ বার জেলে যেতে হয়েছে। শুধুমাত্র রাজনীতি করার জন্য ও আপনাদের পাশে থাকার জন্য। আমার বাবা একজন রাজনীতিবিদ, সে জন্য আমাদেরকেও অনেক সাফার করতে হয়েছে। আপনারাও যেমন অত্যাচারিত হয়েছেন আমরাও কিন্তু কম অত্যাচারিত হইনি। তারপরও আমরা একটা সুদিন দেখতে চাই। সুন্দর একটা সময় দেখতে চাই।শনিবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী গ্রামে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
বাবার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আপনারা সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিয়ে ওনাকে আবারও বিজয়ী করবেন। তিনি শুধু ঠাকুরগাঁওয়ের না পুরো বাংলাদেশের মহাসচিব।
হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে মির্জা সাফারুহ বলেন, এখানে অনেক হিন্দু মা-বোন আছেন। আমরা সব সময় তাদের পাশে আছি। আমার বাবা ছোটবেলা থেকে এই ঠাকুরগাঁওয়ের প্রত্যেকটি মন্দিরে পূজার সময় আমাদের নিয়ে যেতেন।
আমরা হিন্দু-মুসলমান সবাই একসাথে বসবাস করার মতো মানসিকতার অধিকারী। ধর্মীয় অনুভূতিকে ভোটের মাঠে অপব্যবহার করে কেউ কেউ নিজেদের মার্কায় ভোট দিলে জান্নাতে চলে যাবেন, তাহলে আমি বলবো আমাদের দুই পাশের ফেরেশতারা কী করছে? তারা কিন্তু লিখছে? আমরা আমাদের আমল নিজেরাই তৈরি করি কোনো মার্কা তৈরি করে না।
ধর্মের নামে ভোট চাওয়া প্রসঙ্গ টেনে ফখরুল কণ্যা বলেন, আমাদের সাথে যাবে আমাদের আমল ও নামাজ-কালাম। ভালো মানসিকতা এগুলো আমাদের সঙ্গে যাবে। কোন মার্কা এটাকে নির্ধারণ করতে পারবে না যে আমরা বেহেশতে যাব না দোজখে যাব। তাই নিজের বুদ্ধি আছে। অনুভব করে সব কিছু মাথায় রেখে আপনার ধানের শীষে ভোটটা দেবেন। পুরো বাংলাদেশের দায়িত্ব আমার বাবার ওপরে এবং সেটার জন্যই কিন্তু আপনারা গর্ব বোধ করেন। কারণ আপনারাই উনাকে ওই পর্যায়ে নিয়ে গেছেন এবং আপনাদেরই প্রতিনিধিত্ব করছেন তিনি। আপনাদের জন্যই উনি সারা বাংলাদেশে পরিচিত। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি আমার বাবার হয়ে। আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দেবেন এবং তাকে জয়যুক্ত করবেন।
মির্জা সাফারুহ আরও বলেন, প্রথম কথা হলো মির্জা আলমগীর সাহেব তাকে আপনারা সবাই চেনেন। তিনি এত সৎ মানুষ এটা আমাকে বলতে হবে না আপনারা সবাই জানেন। মানুষ হিসেবে একজন সৎ মানুষ। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এ কারণেই আপনারা বিএনপিকে ভোট দেবেন।
নারীদের উদ্দেশে বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড যেটা বিএনপি প্রচার করছে। এই একটা ফ্যামিলি কার্ড একজন নারী অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। এই কার্ডটা প্রথমে পাবে গরিব-দুঃখীসহ প্রত্যেকেই। এটা আপনারা নিয়ে অনেক কিছু করতে পারবেন। আপনাদের পরিবারে আপনাদের একটা সম্মান বাড়বে। চাল ডাল এই কার্ডের মাধ্যমে পাবেন। এ কারণে মহিলাদের জন্য, নারী জাতির জন্য বিএনপি একটু অগ্রসর চিন্তা করছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে।
মির্জা সাফারুহ বলেন, আমাদের অর্ধেক হচ্ছে নারী জাতি, আমরা নারীরা সন্তানদের লালন পালন করি এবং সে কারণে আমাদের ভূমিকা অনেক বেশি এ সমাজে। এ কথা কিন্তু ধানের শীষ সব সময় মনে রাখে। এ কারণেই আমরা ধানের শীষে ভোট দেব। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ধানের শীষে ভোট দেবেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিনসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন



