
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হত্যার হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিনেত্রী চমকের অভিযোগ, হাদির পক্ষে ফেসবুকে মত প্রকাশ করার পর তাকে একাধিক নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত শুক্রবার রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই দিন চমক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “হাদি হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।”
এই স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান অভিনেত্রী।
চমক বলেন, “সকাল থেকেই বিভিন্ন নম্বর থেকে আমার ফোনে কল আসছে। পরিস্থিতি এমন যে মোবাইল ফোন বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি। অনেক শুভাকাঙ্ক্ষীও আমাকে সতর্ক করেছেন যে আমার জীবনের ওপর হুমকি রয়েছে।”
তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে বহু নেটিজেন সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “যথার্থ বলেছেন।” আরেকজন লিখেছেন, “হাদি ভাইকে ফিরতেই হবে।”
অভিনেত্রী চমক ছাড়াও শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।



