শিরোনাম
হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন পাবনায় দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন ১৭ বছর পর খুললো মিরপুরের ৬০ ফিটের নতুন সংযোগ সড়ক প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ জ্বালানি খাতে দুর্নীতি ও অনিয়ম”র প্রতিবাদে রংপুর ক্যাবের মানববন্ধন পুলিশের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি ৭০,পাবনা-০৩ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ জামায়াতের এমপি পদপ্রার্থী’র রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেফতার একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা সেই সাবেক মেয়র গ্রেফতার

যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- রংপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেসক্লাব, বাংলার চোখ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে, রংপুর বিভাগীয় প্রশাসন, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বেসরকারি দপ্তর। এরপর সকাল ৯টায় রংপুর স্টেডিয়ামে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশিত হয়। সকাল সাড়ে ১১টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় প্রশাসন। এরপর বেলা সাড়ে ১২টায় রংপুর জিলা স্কুল মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। এছাড়া দিবসকে ঘিরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ক ভিত্তিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা-উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, হা-ডু-ডু খেলা, মসজিদ-মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল, এতিমখানা, কারাগার, পথশিশু পূর্ণ বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবা যতœ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশ করে জেলা প্রশাসন।

সেনাবাহিনীর দু’দিনব্যাপী উৎসব : সেনাবাহিনী রংপুর এরিয়া সদর দপ্তরের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী মহান বিজয় দিবস উদ্‌যাপন হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধের জাদুঘর প্রাঙ্গণে ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ ও দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল একেএম আজম চৌধুরী, অধ্যক্ষ কর্ণেল মোঃ আহসানুল কবীরসহ অন্যরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দলের বিজয় ব্যালী : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের উদ্যোগে বিজয় ব্যালী হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর সিটি পার্ক মার্কেট থেকে ইসলামী আন্দোলন মহানগরের সেক্রেটারি, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনীত প্রার্থী আমিরুজ্জামান পিয়ালের নেতৃত্বে বিজয় র‌্যালীটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়তে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানানো হয়। দুপুরে নগরীর শাপলা চত্ত্বরস্থ জামায়াতের দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালী বের করা হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনীত প্রার্থী মাহবুবার রহমান বেলাল ও মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান। মহানগর জামায়াতের ৩৩টি ওয়ার্ড জামায়াতসহ ছাত্র শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর নগরীর জুলাই চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে সকলকে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এদিকে দুপুরে নগরীতে বিজয় র‌্যালী করেছে মহানগর বিএনপি। সংগঠনের আহ্বায়ক, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামু’র নেতৃত্বে বিজয় র‌্যালীটি গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতৃবৃন্দরা বলেন, জনগণের ভোটে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাসহ সংরক্ষণ করবে। সেই সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে কাজ করবে।

Leave a Reply