শিরোনাম
হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন পাবনায় দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন ১৭ বছর পর খুললো মিরপুরের ৬০ ফিটের নতুন সংযোগ সড়ক প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ জ্বালানি খাতে দুর্নীতি ও অনিয়ম”র প্রতিবাদে রংপুর ক্যাবের মানববন্ধন পুলিশের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি ৭০,পাবনা-০৩ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ জামায়াতের এমপি পদপ্রার্থী’র রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেফতার একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা সেই সাবেক মেয়র গ্রেফতার

১৭ বছর পর খুললো মিরপুরের ৬০ ফিটের নতুন সংযোগ সড়ক

Chif Editor

অনলাইন ডেস্ক :- রাজধানীর আগারগাঁও থেকে মিরপুর-২ এলাকায় যাতায়াতের পথ আরও সহজ করতে নতুন একটি সংযোগ সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ১২০ মিটার দীর্ঘ এই সড়কটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এই সড়কটি চালুর ফলে পশ্চিম আগারগাঁও থেকে পীরেরবাগ ও মণিপুর হয়ে মিরপুর-২ নম্বরে যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

এই সংযোগ সড়কটি ব্যবহার করে মিরপুর ৬০ ফিট সড়ক থেকে যানবাহনগুলো সরাসরি মিরপুর-১০ থেকে ১ নম্বরগামী মূল সড়কে যেতে পারবে। আগে এই এলাকায় যাতায়াতের পথ অত্যন্ত সরু থাকায় নিয়মিত যানজট লেগে থাকত। নতুন সড়কটি মিরপুর ও আগারগাঁওয়ের মধ্যে একটি ‘বাইপাস’ হিসেবে কাজ করবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে মাত্র দুই মাসে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এই সড়কটির কাজ দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে ছিল। ডাক বিভাগ, গণপূর্ত অধিদপ্তর এবং ব্যক্তিমালিকানাধীন জমির জটিলতা কাটিয়ে রেকর্ড সময়ে সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকারি সব সেবা প্রদানকারী সংস্থা যদি এভাবে সমন্বিতভাবে কাজ করে, তবে ঢাকা শহরকে পুনরায় বাসযোগ্য করে তোলা সম্ভব।

সড়কটি নির্মাণের জন্য ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ডাক বিভাগের জমি আইন মেনে অধিগ্রহণ করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসি ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply