শিরোনাম
দেবিদ্বারে ৯৯৯-এ কল করায় বিএনপি নেতাকে পিটিয়ে জখম ও লুটপাটের অভিযোগ “রংপুর সদর আসনে জি.এম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহ” “রংপুর-৩ আসনে সামসুজ্জামান সামু এর পক্ষে বিএনপি’র মনোনয়ন উত্তোলন” শনিবার সন্ধ্যার রাজনীতি: তিন নেতার বক্তব্যে নতুন আলোচনা, নতুন সমীকরণের ইঙ্গিত দেবিদ্বারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনয়ন পত্র সংগ্রহ করলেন আব্দুল করিম অপরাধী বানানো সহজ, প্রমাণ কঠিন-নিজের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা দাবি রুপকের! রাণীশংকৈলে শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আমাদের আরও হাজার হাজার, শত শত হাদির প্রয়োজন: শায়খ আহমাদুল্লাহ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

অপরাধী বানানো সহজ, প্রমাণ কঠিন-নিজের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা দাবি রুপকের!

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল গণপূর্ত বিভাগের হিসাব সহকারী আবুল হাসান রুপক-কে ঘিরে সাম্প্রতিক সময়ে যেসব অঢেল সম্পদ টেন্ডার বাণিজ্য ও স্ত্রী অস্বীকার সংক্রান্ত অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু মহলে ঘুরপাক খাচ্ছে,সেগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সরাসরি অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা নিজেই।

 

রুপকের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ ১৬ বছরের সরকারি চাকরিজীবনে তিনি নিয়মিত দায়িত্ব পালন করেছেন এবং তাকে একই দপ্তরে থাকার বিষয়টি বিধিসম্মত প্রশাসনিক প্রক্রিয়ার ফল,কোনো রাজনৈতিক বা তথাকথিত স্বৈরাচারী আশীর্বাদ-এর নয়।

 

স্ত্রী অস্বীকার নয়,সম্পর্ক বিকৃতি..

স্ত্রী নার্গিস হাসানকে অস্বীকার করার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ বিকৃত ও বিভ্রান্তিকর তথ্য বলে দাবি করেন রুপক।তিনি বলেন,আমার বক্তব্যকে কৌশলে ঘুরিয়ে উপস্থাপন করা হয়েছে।সম্পত্তি সংক্রান্ত কোনো তথ্য গোপনের চেষ্টা করিনি।তার দাবি, পারিবারিক সম্পর্ক নিয়ে যে ‘তথ্যপ্রমাণ’ দেখানোর কথা বলা হচ্ছে, তা একপাক্ষিক ব্যাখ্যা,যার কোনো বিচারিক স্বীকৃতি নেই।

 

ঠিকাদারদের বিল ও কমিশন-কার স্বার্থে অভিযোগ?

 

কিছু ঠিকাদারের বিল পরিশোধে বিলম্বকে কেন্দ্র করে যে কমিশন না দিলে বিল আটকে রাখা-র অভিযোগ তোলা হয়েছে, সেটিকে প্রশাসনিক প্রক্রিয়া ও কারিগরি জটিলতার অপব্যাখ্যা বলে উল্লেখ করেন তিনি।তিনি স্পষ্ট করে বলেন,বিল অনুমোদন বা আটকে রাখার একক ক্ষমতা কোনো হিসাব সহকারীর নেই। এটি বহুপদস্থ প্রশাসনিক প্রক্রিয়ার ফল।

 

টেন্ডার বাণিজ্য ও ভাউচার লুট-তদন্ত কোথায়?প্রতি বছর জুন মাসে কোটি কোটি টাকা লুটের যে অভিযোগ আনা হয়েছে, তা নিয়ে এখনো কোনো নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।দুর্নীতি দমন কমিশন-এ অভিযোগ জমা পড়েছে বলা হলেও, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী আখ্যা দেওয়া আইনবিরুদ্ধ-বলছেন সংশ্লিষ্টরা।

 

পি.পি.আর ও এম.বি বইয়ের অভিযোগ..

 

প্রক্রিয়া না জেনে অপপ্রচারপি.পি.আর অনুযায়ী বিল পরিশোধ ও এম.বি বইতে কাজের পরিমাপ সংক্রান্ত অভিযোগগুলোকে কারিগরি বিষয় সম্পর্কে অজ্ঞতা বা ইচ্ছাকৃত বিভ্রান্তি বলে দাবি করা হয়েছে।রুপকের বক্তব্য,এই সব কাজের দায়ভার এককভাবে কোনো হিসাব সহকারীর ওপর চাপানো অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত।

 

সম্পদের তালিকা-অনুমান বনাম বাস্তবতা
ঢাকা,বরিশাল,ভোলা ও বাকেরগঞ্জে একাধিক ফ্ল্যাট,প্লট ও জমির যে তালিকা ঘুরছে,তার কোনোটিই এখন পর্যন্ত রেজিস্ট্রি, আয়কর বা ব্যাংকিং নথিতে প্রমাণিত নয় বলে দাবি করেন তিনি।বরং তিনি বলেন,আইনগতভাবে কেউ চাইলে তদন্ত করুক,আমি সহযোগিতা করতে প্রস্তুত।

 

সম্মানহানির বিরুদ্ধে আইনি পদক্ষেপের ইঙ্গিত!

 

ভিত্তিহীন অভিযোগ ও চরিত্রহননের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান আবুল হাসান রুপক।তার মতে, ব্যক্তিগত আক্রোশ ও আর্থিক স্বার্থ হাসিলের জন্য পরিকল্পিতভাবে একটি প্রশাসনিক কর্মকর্তার সম্মান ধ্বংসের চেষ্টা চলছে।

 

অভিযোগ তোলা সহজ,কিন্তু প্রমাণ দেওয়া কঠিন।তদন্ত ছাড়া রায় নয়, অভিযোগ ছাড়া বিচার নয়, এই নীতিতেই গণমাধ্যম ও সমাজের এগোনো উচিত।আজ আবুল হাসান রুপক, কাল যে কেউ,অপপ্রচারই যদি সত্য হয়ে যায়, তবে ন্যায়বিচার কোথায়?

Leave a Reply