শিরোনাম
চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু সেটি কেন হয়ে যাবে মবোক্রেসি? প্রশ্ন সালাহউদ্দিনের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, যা বলছে ভারত হাইকমিশনে হামলা দিল্লির বক্তব্য পুরোপুরি প্রত্যাখ‍্যান ঢাকার যে কারণে হাতিরঝিলে ভাই-বোনের মৃত্যু, জানালো পুলিশ হাদি হত্যায় দুইজন ফের রিমান্ডে তারেক রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি লক্ষীপুরে তালাবদ্ধ ঘরে দগ্ধ বেলালের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ২ মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি

দেবিদ্বারে ৯৯৯-এ কল করায় বিএনপি নেতাকে পিটিয়ে জখম ও লুটপাটের অভিযোগ

Chif Editor

​নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার (কুমিল্লা) :- কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটায় বাধা দিতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করায় এক ব্যক্তিকে হাতুড়ি ও গ্যাস পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত ১৬ ডিসেম্বর রাতে জাফরগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মোঃ কালাম (৪০), তিনি দেবিদ্বার উপজেলাধীন ০৮নং জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক।

কালাম বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে নিজ গৃহে নিভির পরিচর্যা রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে জাফরগঞ্জ গোমতী নদীর খেয়াঘাট এলাকায় স্থানীয় দুই ব্যক্তির জমি থেকে জোরপূর্বক মাটি কাটছিল একদল প্রভাবশালী। ভুক্তভোগী কালাম ওই পথ দিয়ে বাড়ি যাওয়ার সময় জমির মালিকরা তার সহযোগিতা চান। নিরুপায় হয়ে কালাম ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তাকে ধাওয়া করে।
​প্রাণভয়ে কালাম জাফরগঞ্জ বাজারের একটি দোকানের সিসিটিভি ক্যামেরার নিচে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। রাত ৯টা ৪৫ মিনিটের দিকে সিরাজুল ইসলাম ও আওলাদ হোসেনের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি ও গ্যাস পাইপ দিয়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

আহত কালামের দাবি, হামলার সময় বিবাদীরা তার পকেট থেকে নগদ ২০ হাজার টাকা এবং ৪ হাজার ৩০০ টাকা মূল্যের একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি কাটার কাজে ব্যবহৃত ট্রাক্টরটি জব্দ করে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত কালামকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে অভিযোগপত্রে ১নং বিবাদী সিরাজুল ইসলাম এবং ২নং বিবাদী আওলাদ হোসেন সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩নং বিবাদী সোহরাব হোসেনকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্থানীয় সাধারণ সম্পাদক এবং এলাকায় চাঁদাবাজ ও দাঙ্গা প্রকৃতির লোক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা কালামকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার রাতে ৯৯৯-এর কলের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ট্রাক্টরটি জব্দ করেছিল।

Leave a Reply