
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার বিএনপিতে যোগ দিয়েছেন আরও এক নেতা। তিনি ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি।

এর আগে, বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। গত ৮ ডিসেম্বর নিজ দলের নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার পর তাকে লক্ষ্মীপুর–১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে।
যোগদান অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে তিনি গর্বিত। দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপির ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শ এবং এত বছর পরেও তিনি রাজনীতিতে জনপ্রিয়। বিএনপির বর্তমান নেতৃত্ব তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পারিবারিক রাজনৈতিক ধারা বজায় রেখে নেতৃত্ব দিচ্ছেন। দেশের মানুষের দক্ষতা বাড়াতে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি নিজের এলাকা ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান দলের জন্য গর্বের বিষয়। তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে তিনি বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন।



