
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন—খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু চন্দ্র বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ইমারত শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন শেখ এবং ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বৃন্দাবন বিশ্বাস।
এছাড়া খান্দারপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. ইমারত খোন্দকার, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন রাকিব, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোক্তার ফকিরও পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. বিল্লাল শরীফ জানান, তাঁরা দীর্ঘদিন ধরে খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যক্তিগত সমস্যার কারণে তারা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, সোমবার থেকে তাঁদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।


