
অনলাইন ডেস্ক :- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়ির সামনে এক যুবক সেলফি তোলার চেষ্টা করেন। নিরাপত্তার স্বার্থে নিরাপত্তারক্ষীরা তখন তাকে নিয়ন্ত্রণ করতে গেলে তারেক রহমান নিজেই হস্তক্ষেপ করে ওই যুবককে নিরাপত্তারক্ষীদের হাত থেকে রক্ষা করেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
এর আগে গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।



