শিরোনাম
ময়মনসিংহে ওয়ার্ড আ. লীগের সাঃ সম্পাদকের নেতৃত্বে ফসলী জমি দখলের অভিযোগ উঠেছে দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না: উপদেষ্টা আদিলুর নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর তারেক রহমানের জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে চান তারেক রহমান: মওদুদ আলমগীর পাভেল জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট দেশ যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়: মির্জা ফখরুল ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশনা জামায়াত জোটের সঙ্গে আমরা নির্বাচন করবো: এনসিপি আহ্বায়ক ইনকিলাব মঞ্চের ৪ দফা ঘোষণা

দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :-  কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ ও পাশাপাশি সামাজিক কল্যাণের লক্ষ্যে দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটি নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। নতুন এই সাংবাদিক সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের দেবিদ্বার প্রতিনিধি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের দেবিদ্বার প্রতিনিধি মো. জামাল উদ্দিন দুলাল এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার দেশের দেবিদ্বার প্রতিনিধি মো. আবু বকর সিদ্দিক নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলা গেইট সংলগ্ন সুরেন্দ্র প্লাজার দ্বিতীয় তলায় দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে দৈনিক কালবেলার দেবিদ্বার প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ ও দৈনিক ভোরের দর্পনের দেবিদ্বার প্রতিনিধি মোহাম্মদ শাহজালাল, সহ সাধারন সম্পাদক পদে দৈনিক খবরপত্রের দেবিদ্বার প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার, সহ সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ডাক প্রতিদিন দেবিদ্বার প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক পদে দৈনিক উন্নয়ন বার্তার দেবিদ্বার প্রতিনিধি মো. আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক দিনকাল দেবিদ্বার প্রতিনিধি মো. পারভেজ সরকার, সমাজকল্যাণ সম্পাদক পদে মাই টিভির দেবিদ্বার প্রতিনিধি মো: সোহাগ রানা সোহেল, দপ্তর সম্পাদক পদে এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. নেসার উদ্দিন, নির্বাহী সদস্য পদে দৈনিক আজকের কুমিল্লা দেবিদ্বার প্রতিনিধি সোহরাব হোসেন ও অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগবার্তার দেবিদ্বার প্রতিনিধি এম এম শাহিদ সরোয়ার।

Leave a Reply